Advertisement

Jio 1 GB Per Day Net Pack: রোজ ১ জিবি নেট, Jio-র সবচেয়ে সস্তার ডেটা প্ল্যান জানেন?

Jio Cheapest Data Plan: আজ আমরা আপনাদের জিও-র একটি তুলনামূলকভাবে সস্তার রিচার্জ প্ল্যানের সম্পর্কে জানাব। এই প্ল্যানে প্রতিদিন 1GB Data পাবেন। এই সঙ্গে অন্য সব প্ল্যানের মতো আনলিমিটেড কলিং তো থাকছেই। আসুন এক নজরে জিও-র এই প্ল্যানের বিষয়ে জেনে নেওয়া যাক।

সম্প্রতি জিও-র বিভিন্ন ডেটা প্ল্যানের দাম বেড়েছে। তার ফলে চাপে পড়েছেন অনেকে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Jul 2024,
  • अपडेटेड 11:20 AM IST
  • জিও-র বিভিন্ন ডেটা প্ল্যানের দাম বেড়েছে। তার ফলে চাপে পড়েছেন অনেকে।
  • আজ আমরা আপনাদের জিও-র একটি তুলনামূলকভাবে সস্তার রিচার্জ প্ল্যানের সম্পর্কে জানাব।
  • এই প্ল্যানে প্রতিদিন 1GB Data পাবেন।

Jio Cheapest Data Plan: সম্প্রতি জিও-র বিভিন্ন ডেটা প্ল্যানের দাম বেড়েছে। তার ফলে চাপে পড়েছেন অনেকে। রিচার্জ করতে গিয়ে পকেটে টান পড়ছে। অল্প-অল্প করে দাম বাড়লেও সব মিলিয়ে অনেকটাই বেশি খরচ পড়ে যাচ্ছে। 

এরই মধ্যে কিছুটা হলেও কম দামের ডেটা প্ল্যান খুঁজছেন Jio ব্যবহারকারীরা। আসলে জিও-র ঝুলিতে বহু রিচার্জ প্ল্যান রয়েছে। নির্দিষ্ট কিছু প্ল্যানেই সবাই বারবার রিচার্জ করে থাকেন। তবে একটু খুঁজে দেখলে আপনার জন্য আরও সুবিধা মতো রিচার্জের অপশন পেয়ে যেতে পারেন। 

আজ আমরা আপনাদের জিও-র একটি তুলনামূলকভাবে সস্তার রিচার্জ প্ল্যানের সম্পর্কে জানাব। এই প্ল্যানে প্রতিদিন 1GB Data পাবেন। এই সঙ্গে অন্য সব প্ল্যানের মতো আনলিমিটেড কলিং তো থাকছেই। আসুন এক নজরে জিও-র এই প্ল্যানের বিষয়ে জেনে নেওয়া যাক। জিও-র এই প্ল্যানের জন্য আপনাকে ২০৯ টাকার রিচার্জ করতে হবে। 

জিও-র ২০৯ টাকার প্ল্যান (Jio 209 Rupee Plan):

১. এই প্ল্যানে প্রতিদিন ১ জিবি করে ডেটা পাবেন। 
২. এই প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। এর মধ্যে লোকাল এবং STD দুই-ই রয়েছে। 
৩. রোজ ১০০টি করে SMS পাঠাতে পারবেন। 
৩. Jio-র এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ২২ দিনের। 

অর্থাৎ, Jio-র এই রিচার্জ প্ল্যানে ইউজাররা মোট ২২ জিবি ডেটা পাবেন।

ছবি: মাই জিও অ্যাপ

এর পাশাপাশি এই রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীরা কিছু অ্যাপের অ্যাক্সেস পাবেন। মূলত জিও-র বিভিন্ন অ্যাপ, যেমন jio TV, Jio Cinema এবং Jio Cloud-এর অ্যাক্সেস পাবেন। তবে Jio Cinema প্রিমিয়ামের অ্যাক্সেস পাবেন না। 

কাদের জন্য এই প্ল্যানটি আদর্শ:

Advertisement

১. যাঁদের মূলত টুকটাক নেট সার্ফিং, সোশ্যাল মিডিয়া বা অনলাইন পেমেন্টের জন্য ইন্টারনেট লাগে, তাঁদের জন্য এই প্ল্যানটি ভাল। কারণ এতে রোজ ১ জিবি করে ডেটা পেয়ে যাবেন। অনলাইন স্ট্রিমিং, ভিডিও বা ওটিটি দেখার প্ল্যান না থাকলে এটা নিতে পারেন। 

২. যাঁদের বাড়িতে ওয়াইফাই বা অন্য কোনও ফোনে ডেটা আছে, তাঁরা বাড়ির বাইরের জন্য এই রিচার্জ করতে পারেন। 

Jio-র কানেকশনে খালি কল আসা-যাওয়ার জন্য ২৮ দিনের রিচার্জ প্ল্যান চাই? ক্লিক/টাচ করুন এইখানে

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement