Advertisement

Jio Recharge: Jio-র ধামাকা অফার, ২০০ টাকারও কমে মিলছে ২জিবি ডেটা, আনলিমিটেড কলিং

এই রিচার্জটি খুবই সস্তা। মাত্র ১৯৮ টাকায় এই রিচার্জটি করে ফেলতে পারবেন। আর এই প্ল্যানে মিলবে একাধিক সুবিধা। তাই একে একে এই প্ল্যানটির সুবিধা সম্পর্কে জেনে নিন।

Jio-র Recharge প্ল্যানJio-র Recharge প্ল্যান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Oct 2025,
  • अपडेटेड 1:23 PM IST
  • এই রিচার্জটি খুবই সস্তা
  • মাত্র ১৯৮ টাকায় এই রিচার্জটি করে ফেলতে পারবেন
  • এই প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

দিন দিন মোবাইল রিচার্জের খরচ বেড়েই চলেছে। আর সেই নিয়ে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। পকেট থেকে খসছে বাড়তি টাকা। তাই সকলেই এমন কিছু প্ল্যান খুঁজতে চান যার খরচ খুবই কম। আর আজ Jio-এর এমনই একটি প্ল্যান নিয়ে আলোচনা করব। এই রিচার্জ প্ল্যানের দামটা কম। পাশাপাশি এতে মিলবে অনেক সুবিধা। তাই আর সময় নষ্ট না করে দ্রুত সেই প্ল্যান সম্পর্কে জেনে নিন।

কত টাকার রিচার্জ?

এই রিচার্জটি খুবই সস্তা। মাত্র ১৯৮ টাকায় এই রিচার্জটি করে ফেলতে পারবেন। আর এই প্ল্যানে মিলবে একাধিক সুবিধা। তাই একে একে এই প্ল্যানটির সুবিধা সম্পর্কে জেনে নিন।

মিলবে ২ জিবি ডেটা

এই প্ল্যানটি রিচার্জ করলেই মিলবে প্রতিদিন ২ জিবি ডেটা। আর এটি হাই স্পিড ডেটা। এই পরিমাণ ডেটা আপনি প্রতিদিন পাবেন। এই ডেটা ফুরিয়ে গেলে লো স্পিডে ইন্টারনেট চলবে। আর ডেটাটি প্রতিদিন রাতে রিফিল হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি ডেটা ফুরিয়ে ফেলেন, তাহলে রাতে আবার নতুন করে তা পেয়ে যাবেন। ব্যবহার করতে পারবেন ইন্টারনেট।

আনলিমিটেড কল পাবেন

এই রিচার্জের আরও সুবিধা হল আনলিমিটেড কলিং। এক্ষেত্রে যে কোনও নেটওয়ার্কে লোকাল এবং এসটিডি ফোন করতে পারবেন। আপনাকে অতিরিক্তি কোনও রিচার্জ করতে হবে না।

এসএমএস-ও পাবেন

এই প্ল্যানের অধীনে দিনে ১০০টি এসএমএস করতে পারবেন। আর এই এসএমএস আপনি দেশের যে কোনও জায়গায় যে কোনও সার্ভিস প্রোভাইডারের কানেকশনে পাঠাতে পারেন। তাই যাঁরা নিয়মিত এসএমএস করেন, তাঁদের জন্য এই রিচার্জ প্ল্যান সেরা।

এই সব অ্যাপের সুবিধাও মিলবে

শুধু কলিং, ডেটা বা এসএমএস নয়, এই রিচার্জটি করলে আপনি জিও-র তরফ থেকে একাধিক অ্যাপ ব্যবহারের সুবিধাও পাবেন। যেমন ধরুন, জিও টিভি এবং জিও ক্লাউড। এই দুই অ্যাপ কিন্তু অনেকেরই প্রয়োজন হয়।

কতদিনের ভ্যালিডিটি পাবেন?

Advertisement

অবশ্য এই প্ল্যানের ভ্যালিডিটি খুব কম। মাত্র ১৪ দিন এই প্ল্যানটির বৈধতা থাকবে। তারপর আবার রিচার্জ করতে হবে।

তাই যাঁদের হাতে একবারে অনেকটা টাকা থাকে না, তাঁরা মাসে দুইবার এই প্ল্যানটি রিচার্জ করতে পারেন। তাতে একবারে খরচ হবে না।

১৮৯ টাকার কলিং অনলি প্ল্যান

তবে যাঁরা আরও কম পয়সায় রিচার্জ করতে চান, তাঁদের জন্য ১৮৯ টাকার প্ল্যান হচ্ছে সেরা। এটিতে আনলিমিটেড কলিং পাবেন। তবে মিলবে খুব কম ডেটা। আর এই প্ল্য়ানের ভ্যালিডিটি হল ২৮ দিন। তাই ডেটা নিয়ে চিন্তা না থাকলে এই প্ল্যানটি ব্যবহার করতেই পারেন। 

Read more!
Advertisement
Advertisement