Advertisement

Jio-র সবচেয়ে সস্তা ২৮ দিনের প্ল্যান, ১০০ টাকারও কম রিচার্জ করলেই কেল্লাফতে

জিওর পোর্টফোলিওতে বিভিন্ন ধরণের রিচার্জ প্ল্যান রয়েছে। এরমধ্যে কোনও রিচার্জ প্ল্যান একেবারে সস্তা। আবার কোনও রিচার্জ প্ল্যানের দাম রয়েছে বেশি।

জিও রিচার্জ প্ল্যানজিও রিচার্জ প্ল্যান
Aajtak Bangla
  • 27 Dec 2025,
  • अपडेटेड 10:31 PM IST
  • এরমধ্যে কোনও রিচার্জ প্ল্যান একেবারে সস্তা।
  • কোনও রিচার্জ প্ল্যানের দাম রয়েছে বেশি।
  • জিও প্ল্যানের দাম রয়েছে ১০০ টাকারও কম।

জিওর পোর্টফোলিওতে বিভিন্ন ধরণের রিচার্জ প্ল্যান রয়েছে। এরমধ্যে কোনও রিচার্জ প্ল্যান একেবারে সস্তা। আবার কোনও রিচার্জ প্ল্যানের দাম রয়েছে বেশি। তবে ব্র্যান্ডের অন্য বেশ কিছু রিচার্জ প্ল্যানও রয়েছে। এখানে তেমনই একটি রিচার্জ প্ল্যানের বিষয়ে আলোচনা করা হচ্ছে। এই জিও প্ল্যানের দাম রয়েছে ১০০ টাকারও কম।

জিওর রিচার্জ প্ল্যানের তালিকায় ৯১ টাকার একটি প্ল্যান রয়েছে। এই প্ল্যানের মেয়াদ ২৮ দিন। এই প্ল্যানে কলিং, ডেটা এবং SMS-এর সুবিধা রয়েছে। এই জিও প্ল্যানে প্রায় ৩ জিবি ডেটা পাওয়া যাবে। তবে, পুরো মেয়াদের জন্য এই ডেটা একসঙ্গে পাওয়া যাবে না। পরিবর্তে, প্রতিদিন ১০০ এমবি ডেটা এবং অতিরিক্ত ২০০ এমবি ডেটা পাওয়া যাবে।

আসলে, এই প্ল্যানে ২৮ দিনের জন্য ২.৮ জিবি ডেটা এবং ২০০ এমবি অতিরিক্ত ডেটা পাওয়া যাবে। গ্রাহকরা পুরো মেয়াদেই অর্থাৎ ২৮ দিনেই আনলিমিটেড ভয়েস কলিং এবং ৫০টি এসএমএস পাওয়া যাবে।

ডেটা শেষ হয়ে গেলে ব্যবহারকারীরা 64Kbps স্পিডে ইন্টারনেট পাবেন। তবে মনে রাখতে হবে, এই Jio প্ল্যানটি সব ব্যবহারকারীর জন্য নয়। বরং বিশেষভাবে JioPhone ব্যবহারকারীদের জন্যই এই প্ল্যানটি চালু করা হচ্ছে। এর অর্থ হল, একমাত্র জিও ফোন ব্যবহারকারীরাই এই দারুণ সুবিধা নিতে পারবেন। 

Read more!
Advertisement
Advertisement