
Jio আসার পর গোটা দেশেই ডেটা বিপ্লব হয়েছে। এখন অনেক কম পয়সাতেই পাওয়া যায় ইন্টারনেট। তাই সাধারণ মানুষের কিছুটা লাভ অবশ্যই হয়েছে। বেড়েছে ডেটা ব্যবহার। সবসময় মানুষ রিলস দেখছেন। পাশাপাশি চলছে ইন্টারনেট সার্ফিং। সেই কারণে বেড়েছে হাই স্পিড ডেটার চাহিদা।
তবে মুশকিল হল, অনেকের পক্ষেই হাই স্পিড ডেটা রিচার্জ করার ক্ষমতা নেই। তাই তারা সমস্যায় পড়েন। যদিও এই সমস্যা সমাধানের সেরা দাওয়াই এনেছে জিও। তাদের পক্ষ থেকে একটা সস্তার প্ল্যান আনা হয়েছে। এটি হল ডেটা প্ল্যান। এই প্ল্যানটির দাম মাত্র ৫১ টাকা। এই প্ল্যানেই পাবেন বেশ ভাল পরিমাণ ডেটা।
এই প্ল্যান কী?
এটি একটি বিশেষ প্ল্যান। এটি 4G থেকে 5G-তে আপগ্রেড করার সময় পাওয়া যাবে। আসলে এই সংস্থার কিছু প্ল্যান এখনও ৪জি পরিষেবা দেয় না। আর সেই সব গ্রাহককে ৫জি-তে আনার টার্গেট নিয়েই এই প্ল্যান আনা হয়েছে বলে খবর।
এই প্ল্যান ব্যবহার করে আপনি ৪জি থেকে একবারে ৫জি পরিষেবা পাবেন। যার ফলে বাড়বে ইন্টারনেট স্পিড। পাশাপাশি অন্যান্য একাধিক লাভ লিলবে।
কী সুবিধা পাবেন?
এটি একটি ডেটা প্ল্যান। এই প্ল্যানে আপনি পাবেন ৩জিবি ৪জি ডেটা। পাশাপাশি আনলিমিটেড ৫জি ডেটা মিলবে।
কতদিনের ভ্যালিডিটি?
আপনার এক্সিস্টিং প্ল্যান যতদিন চলছে, ঠিক ততদিনই পাবেন ভ্যালিডিটি। আলাদা করে এই প্ল্যানের জন্য কোনও ভ্যালিডিটি বাড়বে না।
এই প্ল্যান পেতে চাইলে...
সবাই এই প্ল্যান পাবেন না। বরং আপনাকে এই প্ল্যান পেতে চাইলে কিছু শর্তপূরণ করতে হবে। যেমন ধরুন- সবার প্রথমে আপনার মোবাইলে একটি অ্যাক্টিভ প্ল্যান থাকতে হবে। এটা ছাড়া চলবে না।
এছাড়া যাঁদের ২ জিবি ডেটা প্ল্যান রয়েছে, তাঁদের এই রিচার্জ করার প্রয়োজন নেই। কারণ, এক্ষেত্রে এমনিতেই ২জিবি ডেটা পাওয়া যায়। তাই নতুন করে আর রিচার্জ করার প্রয়োজন পড়বে না।
এছাড়া আরও একটি সস্তার প্ল্যান রয়েছে। যেমন ধরুন-
মাত্র ১৯৮ টাকায় এই রিচার্জটি করে ফেলতে পারবেন। আর এই প্ল্যানে মিলবে একাধিক সুবিধা। তাই একে একে এই প্ল্যানটির সুবিধা সম্পর্কে জেনে নিন।
২ জিবি ডেটা পাবেন
এই প্ল্যানটি রিচার্জ করলেই মিলবে প্রতিদিন ২ জিবি ডেটা। আর এটি হাই স্পিড ডেটা। এই পরিমাণ ডেটা আপনি প্রতিদিন পাবেন। এই ডেটা ফুরিয়ে গেলে লো স্পিডে ইন্টারনেট চলবে। আর ডেটাটি প্রতিদিন রাতে রিফিল হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি ডেটা ফুরিয়ে ফেলেন, তাহলে রাতে আবার নতুন করে তা পেয়ে যাবেন। ব্যবহার করতে পারবেন ইন্টারনেট।
আনলিমিটেড কল মিলবে
এই রিচার্জের আরও সুবিধা হল আনলিমিটেড কলিং। এক্ষেত্রে যে কোনও নেটওয়ার্কে লোকাল এবং এসটিডি ফোন করতে পারবেন। আপনাকে অতিরিক্তি কোনও রিচার্জ করতে হবে না।