ভারতের টেলিকম সেক্টরে বড় পরিবর্তন। TRAI-এর নির্দেশ মেনে ভয়েস প্ল্য়ান আনল রিলায়েন্স জিও, Vi এবং ভারতী এয়ারটেল। তিন সংস্থাই নতুন রিচার্জ প্ল্যান চালু করেছে। একইসঙ্গে, প্রিপেইড প্ল্যানের দামেও পরিবর্তন করা হয়েছে। এর আগে আমজনতার চাহিদার কথা মাথায় রেখে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) সংস্থাগুলিকে শুধুমাত্র ফোন কল ও এসএমএস-এর জন্য় সস্তার প্ল্যান আনার নির্দেশ দেয়। সেটা মেনেই এই পদক্ষেপ।
এখন সব টেলিকম কোম্পানিই রিচার্জ প্ল্যানের সঙ্গে ডেটা জুড়ে রাখে। এদিকে অনেকেই আছেন, যাঁদের ফোনে নেট লাগে না, শুধুমাত্র ভয়েস কল ও এসএমএস হলেই চলে। নেটের জন্য তাঁদের হয় দ্বিতীয় ফোন বা বাড়ি-অফিসে ওয়াইফাই আছে। এমন গ্রাহকদের ফোনে আর বাড়তি ডেটা লাগে না। অথচ দামী ডেটা প্ল্যান কেনা ছাড়া তাঁদের কোনও অপশনও ছিল না। বিশেষ করে প্রবীণ নাগরিক ও গ্রামীণ এলাকার গ্রাহকদের এই নিয়ে অভিযোগ ছিল।
সেই কারণেই TRAI শুধুমাত্র ভয়েস ও এসএমএস-ভিত্তিক প্ল্যান চালুর নির্দেশ দেয়। সেই মতো জিও, এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়া (Vi) বাজারে এই 'সংশোধিত' প্ল্যান এনেছে।
TRAI-এর বক্তব্য অনুযায়ী, 'টেলিকম কোম্পানিগুলি ভয়েস এবং SMS-ভিত্তিক প্ল্যান চালু করেছে। এগুলি TRAI-এর বর্তমান নিয়ম অনুযায়ী পরীক্ষা করা হবে।'
জিও-র প্ল্যানে কম খরচে বেশি সুবিধা মিললেও, এয়ারটেল কিছু এক্সট্রা বেনেফিট দিচ্ছে। তবে এখনও TRAI রিচার্জ প্ল্যানের দাম নিয়ে পর্যবেক্ষণ চালাচ্ছে। ফলে ভবিষ্যতে আরও নতুন ও সস্তার প্ল্যান আসতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের।