Advertisement

Multibagger Bank Share: ২০ টাকা থেকে ২১৬ টাকা! মাল্টিব্যাগার রিটার্ন দিল এই জনপ্রিয় ব্যাঙ্কের শেয়ার

Karur Vysya Bank Share: করুর বৈশ্য ব্যাঙ্কের শেয়ারে তোলপাড় বাজার। এ বছরের এখনও পর্যন্ত সেরা রিটার্ন দেওয়া স্টকের তালিকায় অবশ্যই কারুর বৈশ্যের স্টকের নাম আসবে। চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের রেজাল্টের পর ব্যাঙ্কের শেয়ার আরও উর্ধ্বমুখী হয়েছে।

মাল্টিব্যাগার রিটার্ন এই ব্যাঙ্কের শেয়ারে।মাল্টিব্যাগার রিটার্ন এই ব্যাঙ্কের শেয়ারে।
Aajtak Bangla
  • মুম্বই,
  • 18 Oct 2024,
  • अपडेटेड 6:45 PM IST
  • করুর বৈশ্য ব্যাঙ্কের শেয়ারে তোলপাড় বাজার।
  • এখনও পর্যন্ত সেরা রিটার্ন দেওয়া স্টকের তালিকায় অবশ্যই কারুর বৈশ্যের স্টকের নাম আসবে।
  • চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের রেজাল্টের পর ব্যাঙ্কের শেয়ার আরও উর্ধ্বমুখী হয়েছে।

Karur Vysya Bank Share: করুর বৈশ্য ব্যাঙ্কের শেয়ারে তোলপাড় বাজার। এ বছরের এখনও পর্যন্ত সেরা রিটার্ন দেওয়া স্টকের তালিকায় অবশ্যই কারুর বৈশ্যের স্টকের নাম আসবে। চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের রেজাল্টের পর ব্যাঙ্কের শেয়ার আরও উর্ধ্বমুখী হয়েছে।

সাম্প্রতিক অতীতে কারুর বৈশ্যের স্টক মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে। একসময় যে শেয়ার মাত্র ২০ টাকার ছিল, এখন সেটাই ২১৬ টাকা হয়ে গিয়েছে। আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, সংস্থার প্রফিটের রিপোর্ট এবং অন্য সব কিছু দেখে যা মনে হচ্ছে, তাতে আগামিদিনে আরও কিছুটা বাড়তে পারে এই শেয়ারের দাম।

কারুর বৈশ্য ব্যাঙ্ক লিমিটেডের দারুণ রেজাল্ট

মোট আয় ২,৮৫৬ কোটি টাকা। করুর বৈশ্য ব্যাঙ্ক (KVB) ২০২৪ সালের সেপ্টেম্বরের ত্রৈমাসিকে ৪৭৩.৬০ কোটি টাকার নিট প্রফিট রিপোর্ট করেছে। আগের বছরের তুলনায় (YoY) যা প্রায় ২৫.১ শতাংশ বেশি৷

গত এক বছরে শেয়ারের গ্রাফ।

Q2FY25-এ ব্যাঙ্কের মোট রেভেনিউ দাঁড়িয়েছে ২,৮৫৬ কোটি টাকা। আগের বছরের তুলনায় যা প্রায় ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ অপারেটিং প্রফিট ৮১৬.২৪ কোটি টাকায় পৌঁছেছে।।

শুক্রবার, করুর বৈশ্য ব্যাঙ্কের শেয়ার প্রায় ৪(4) শতাংশ কমে ২০৮.৫০ টাকায় নেমেছে। এ ফলে মোট বাজার মূলধন ১৭,০০০ কোটি টাকার কিছুটা কমে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার শেয়ার ২১৬.৮৫ টাকায় ক্লোজ হয়েছিল।  

শেয়ার দশ গুণ বেড়েছে

করুর বৈশ্য ব্যাঙ্কের শেয়ার কোভিড-19-এর সবচেয়ে কমে লেভেল থেকে প্রায় দশ গুণ বেড়েছে। গত এক বছরে প্রায় ৪৫ শতাংশ বেড়েছে। 2024 সালে এখনও পর্যন্ত 25 শতাংশ বেড়েছে। গত ছয় মাসে স্টক প্রায় ১৫ শতাংশ বেড়েছে।

দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন।

 

Read more!
Advertisement
Advertisement