Advertisement

Kolkata Metro: মহালয়ায় বাড়তি মেট্রো চলবে, প্রথম ও শেষ ট্রেন কখন?

শারদোৎসবের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আগামী রবিবারই মহালয়া, দেবীপক্ষের সূচনা। এই দিনে উৎসবমুখর কলকাতাবাসীর সুবিধার্থে বিশেষ উদ্যোগ নিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। সাধারণ রবিবারের তুলনায় মহালয়ার দিনে ব্লু লাইন (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম) রুটে চলবে অনেক বেশি মেট্রো।

ব্যাপক ভিড় মেট্রোয়।-ফাইল ছবিব্যাপক ভিড় মেট্রোয়।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Sep 2025,
  • अपडेटेड 11:37 AM IST
  • শারদোৎসবের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।
  • আগামী রবিবারই মহালয়া, দেবীপক্ষের সূচনা।

শারদোৎসবের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আগামী রবিবারই মহালয়া, দেবীপক্ষের সূচনা। এই দিনে উৎসবমুখর কলকাতাবাসীর সুবিধার্থে বিশেষ উদ্যোগ নিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। সাধারণ রবিবারের তুলনায় মহালয়ার দিনে ব্লু লাইন (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম) রুটে চলবে অনেক বেশি মেট্রো।

কলকাতা মেট্রোর বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ সেপ্টেম্বর রবিবার ব্লু লাইনে চলবে মোট ১৮২টি মেট্রো। সাধারণত রবিবারে এই রুটে চলে মাত্র ১৩০টি মেট্রো। অর্থাৎ, আপ ও ডাউনে মিলিয়ে ৯১ জোড়া মেট্রো পরিষেবা পাওয়া যাবে।

সবচেয়ে বড় সুখবর, মহালয়ার দিনও সপ্তাহের অন্যান্য দিনের মতো সকালেই মেট্রো চলতে শুরু করবে। দক্ষিণেশ্বর ও নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। দমদম থেকে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টা ৫৫ মিনিটে। মহানায়ক উত্তমকুমার থেকে সকাল ৬টা ৫৫ মিনিটে এবং শহিদ ক্ষুদিরাম থেকে সকাল ৬টা ৫৪ মিনিটে প্রথম মেট্রো ছাড়বে। তবে শেষ মেট্রোর সময়সূচি অপরিবর্তিত থাকবে।

মহালয়া মানেই পুজোর আগে শেষ রবিবার। কেনাকাটা, পুজো প্রস্তুতি বা অন্যান্য কাজে এইদিন শহর জুড়ে ভিড় থাকে চোখে পড়ার মতো। তাই যাত্রীদের সুবিধার্থে আগেভাগে ও বেশি সংখ্যায় মেট্রো চালানোর সিদ্ধান্তে খুশি কলকাতাবাসী।
 

 

Read more!
Advertisement
Advertisement