প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা। এই পরিস্থিতিতে সোমবার থেকে রাজ্যে নয়া বিধিনিষেধ লাগু করছে সরকার। আর সেই করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবার পরিষেবা কিছুটা কমানোর ঘোষণা করল কলকাতা মেট্রোও (Kolkata Metro)। রবিবার মেট্রোর তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার থেকে রাতে ৩০ মিনিট কমবে মেট্রোর পরিষেবা। কমছে পরিষেবার সংখ্যা। মেট্রো জানাচ্ছে, ৩ তারিখ থেকে দমদম থেকে কবি সুভাষের উদ্দেশ্যে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টায়। দৈনিক ২৭৬-এর পরিবর্তে চলবে ২৭০টি মেট্রো। এবার একনজরে দেখে নেওয়া যাক ৩ তারিখ থেকে মেট্রোর দৈনিক পরিষেবা।
প্রথম পরিষেবা
দমদম থেকে দক্ষিণেশ্বর সকায় ৭টায় (অপরিবর্তিত)
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর সকাল ৭টায় (অপরিবর্তিত)
দমদম থেকে কবি সুভাষ সকাল ৭টায় (অপরিবর্তিত)
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ সকাল ৭টায় (অপরিবর্তিত)
শেষ পরিষেবা
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রাত ৮টা ৪৮ মিনিটে (৯টা ১৮ মিনিটের পরিবর্তে)
দমদম থেকে কবি সুভাষ রাত ৯টায় (সাড়ে ৯টার পরিবর্তে)
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রাত ৯টায় (সাড়ে ৯টার পরিবর্তে)
তবে কোনওরকম টোকেন দেওয়া হবে না। সেক্ষেত্রে যাঁদের স্মার্টকার্ড আছে তাঁরাই শুধুমাত্র মেট্রোতে চড়তে পারবেন বলে জানা যাচ্ছে।