Advertisement

Kolkata Metro: পুজোর চতুর্থী থেকে কতমিনিট অন্তর মেট্রো পাবেন? জানলে আপনারই লাভ

আর মাত্র একসপ্তাহ বাকি। তারপই পুজোর ধুন্ধুমার ভিড় শুরু হয়ে যাবে। মেট্রোয় প্রতিবারের মতোই মাছি গলার জায়গা থাকবে না। কিন্তু মেট্রো ঠিকঠাক চলবে? দক্ষিণ প্রান্তের কবি সুভাষের টার্মিনাল স্টেশন মেরামতের জন্য বন্ধ করে দেওয়ার পর থেকে এবং নতুন রুট খোলার সঙ্গে সঙ্গে যাত্রীদের ভিড় বৃদ্ধির পর থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।

কলকাতা মেট্রোয় বিভ্রাট।-ফাইল ছবিকলকাতা মেট্রোয় বিভ্রাট।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 Sep 2025,
  • अपडेटेड 10:58 AM IST
  • আর মাত্র একসপ্তাহ বাকি।
  • তারপই পুজোর ধুন্ধুমার ভিড় শুরু হয়ে যাবে।

আর মাত্র একসপ্তাহ বাকি। তারপই পুজোর ধুন্ধুমার ভিড় শুরু হয়ে যাবে। মেট্রোয় প্রতিবারের মতোই মাছি গলার জায়গা থাকবে না। কিন্তু মেট্রো ঠিকঠাক চলবে? দক্ষিণ প্রান্তের কবি সুভাষের টার্মিনাল স্টেশন মেরামতের জন্য বন্ধ করে দেওয়ার পর থেকে এবং নতুন রুট খোলার সঙ্গে সঙ্গে যাত্রীদের ভিড় বৃদ্ধির পর থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।

মেট্রো কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে যে, দক্ষিণেশ্বর এবং শহিদ ক্ষুদিরামের মধ্যে পরিষেবা বিলম্বিত হওয়ার কারণগুলি চিহ্নিত করা হয়েছে। শহিদ ক্ষুদিরাম এবং কবি সুভাষ স্টেশনের মধ্যবর্তী অংশটি ব্লক করে খালি রেকগুলি ডাউন প্ল্যাটফর্মের মাধ্যমে আপ লাইনে ঘোরানো হচ্ছে। এর ফলে অতিরিক্ত সময় নেওয়ার কারণে ডাউন ট্রেনগুলির আটকা পড়ার পাশাপাশি আট মিনিট সময় বেশি লাগছে। তা সত্ত্বেও মেট্রো পুজোয় স্বাভাবিক পরিষেবা দেবে বলে ঘোষণা করেছে। সূত্রের খবর, ব্যস্ত সময়ে ৫ মিনিট ও দুপুরের দিকে ৮ মিনিট অন্তর মেট্রো চালানোর পরিকল্পনা করা হয়েছে।

এই সমস্যা সমাধানের জন্য, মেট্রো একটি নতুন টাইমটেবিল তৈরি করেছে। বর্তমানে, মেট্রো রেলওয়ে ১৩৬টি ডাউন ট্রেনের মধ্যে ৩২টি বিপরীতমুখী করার পরিকল্পনা করেছে যাতে পিক আওয়ারে পাঁচ মিনিট এবং লিন টাইমে সাত মিনিটের অগ্রগতি বজায় রাখা যায়, যার ফলে দক্ষিণেশ্বর এবং শহীদ ক্ষুদিরামের মধ্যে ২৭২টি পরিষেবা চালু করা সম্ভব হবে। পুজোর সময় চারটি করিডোর চালু থাকবে, তাই টিকিট সংগ্রহের জন্য সীমিত সংখ্যক বুকিং কাউন্টার খোলা থাকবে। 

 

Read more!
Advertisement
Advertisement