Metro Smart Card Cost Hike: শীঘ্রই বাড়ছে মেট্রোয় যাত্রার খরচ। কারণ, মে মাস ফুরলেই বাড়ছে মেট্রো স্মার্ট কার্ডের দাম। আগামী বৃহস্পতিবার থেকে স্মার্ট কার্ডের দাম বাড়ানোর কথা জানিয়েছেন মেট্রো রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।
কার্ডের ঘাটতি এবং যাত্রীদের সঠিক ভাড়া নেওয়ার ক্ষেত্রে অক্ষমতার কারণে, কলকাতা মেট্রো স্মার্ট কার্ডের ন্যূনতম মূল্য ৩০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে কলকাতায় মেট্রো স্মার্ট কার্ডের দাম ১২০ টাকা। আগামী ১ জুন থেকে এই দাম বেড়ে ১৫০ টাকা হয়ে যাবে। স্মার্ট কার্ডের সিকিউরিটি ডিপোজিটের অঙ্ক আগের মতো ৮০ টাকাই থাকছে। কিন্তু রাইডের মূল্য এ ক্ষেত্রে ৪০ টাকা থেকে বেড়ে ৭০ টাকা হয়ে যাবে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ স্মার্ট কার্ডের এই রাইড ভ্যালুতে ১০% ভ্যালু যোগ করেছে।
এই দাম বৃদ্ধির ফলস্বরূপ, ১ জুন, ২০২৩ থেকে যদি একজন মেট্রো যাত্রীকে ১৫০ টাকা খরচ করে একটি স্মার্ট কার্ড কিনতে হবে। এই ১৫০ টাকার মধ্যে কার্ডের রাইড ভ্যালু বাবদ ৪৪ টাকার পরিবর্তে ৭৭ টাকা পাওয়া যাবে। ১ জুন থেকে স্মার্ট কার্ডের দাম বাড়লেও কার্ডের রিচার্জের মান বা তার অঙ্ক অপরিবর্তিতই থাকবে।
মেট্রো রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন যে, পরিবর্তনের অভাব সমগ্র ভারতে সমস্যা। এই সিদ্ধান্তটি মেট্রো স্টেশনগুলির বুকিং কাউন্টারগুলি যে সমস্যা সম্মুখীন হচ্ছে তার মোকাবেলায় সহায়তা করবে এবং মেট্রো যাত্রীরাও এই সিদ্ধান্ত থেকে উপকৃত হবেন৷ এটি শুধুমাত্র নতুন স্মার্ট কার্ডের জন্য প্রযোজ্য, পুরানো কার্ডের রিচার্জের খরচ একই থাকবে৷
নতুন মেট্রো স্মার্ট কার্ড দামের এই পরিবর্তন সম্পর্কে যাত্রীদের সচেতন করার জন্য সমস্ত মেট্রো স্টেশনগুলিতে ঘন ঘন ঘোষণা করা শুরু হয়ে দিয়েছে। সমস্ত স্টেশনের মেট্রো বুকিং কাউন্টারে বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হয়েছে৷