Advertisement

Motorcycle News: ভারতে এল নতুন KTM 160 Duke, ৩টি দারুণ কালার দেখে নিন

ভারতে নতুন 160cc Duke আনল KTM। ভারতে স্ট্রিটফাইটার, নেকেড ধরনের বাইকের জনপ্রিয়তা তুঙ্গে। এর আগে 125 Duke বন্ধ হওয়ায় অনেকেই 'সস্তার কেটিএম' থেকে বঞ্চিত হচ্ছিলেন। আর সেই শূন্যস্থানই পূরণ করবে 160 Duke। 

KTM Duke 160: নতুন ১৬০ সিসির ডিউক আনল কেটিএম।KTM Duke 160: নতুন ১৬০ সিসির ডিউক আনল কেটিএম।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Aug 2025,
  • अपडेटेड 6:36 PM IST
  • ভারতে নতুন 160cc Duke আনল KTM।
  • ভারতে স্ট্রিটফাইটার, নেকেড ধরনের বাইকের জনপ্রিয়তা তুঙ্গে।
  • ভারতের তরুণ বাইকপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে সুখবর।

ভারতে নতুন 160cc Duke আনল KTM। ভারতে স্ট্রিটফাইটার, নেকেড ধরনের বাইকের জনপ্রিয়তা তুঙ্গে। এর আগে 125 Duke বন্ধ হওয়ায় অনেকেই 'সস্তার কেটিএম' থেকে বঞ্চিত হচ্ছিলেন। আর সেই শূন্যস্থানই পূরণ করবে 160 Duke।  ভারতের তরুণ বাইকপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে সুখবর। লাইট ওয়েট164.2cc সিঙ্গল-সিলিন্ডার, লিকুইড-কুল্ড ইঞ্জিন। এই সেগমেন্টে সেরা টর্ক এই বাইকের। 19bhp @ 9,500rpm ও 15.5Nm @ 7,500rpm টর্ক জেনারেট করে। ফলে বর্তমানে 160cc ক্যাটাগরির মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী মোটরসাইকেল। কেটিএমের সিগনেচার স্প্লিট ট্রেলিস ফ্রেম ও ইঞ্জিনিয়ার্ড সুইংআর্মে থাকছে। ফলে ভাল হ্যান্ডলিং ও কর্নারিং পারফরম্যান্স পাবেন।

চাকা থেকে শুরু করে সাবফ্রেম, সবেতেই ওজন কমানো হয়েছে। ফলে পাওয়ার টু ওয়েট রেশিও ও হ্যান্ডলিং দুর্দান্ত।

ফ্রন্টে WP Apex USD ফর্ক (হলো অ্যাক্সেল) এবং রিয়ারে WP মনোশক পাবেন। 161mm ট্র্যাভেল। আরামদায়ক ও নিখুঁত রাইডিং। 

320mm ফ্রন্ট ডিস্ক ও 230mm রিয়ার ডিস্ক ব্রেক আছে। সঙ্গে ডুয়াল চ্যানেল ABS ও অফ রোড ABS।

টেকনোলজি ও ফিচার্স
টেকনোলজির দিক থেকেও 160 Duke এগিয়ে। 5 ইঞ্চি LCD ডিসপ্লে, স্মার্টফোন কানেক্টিভিটি, কল ও মিউজিক কন্ট্রোল, টার্ন বাই টার্ন ন্যাভিগেশন, মাইক্রো সুইচ কন্ট্রোল ও KTM কানেক্টেড অ্যাপ সাপোর্ট রয়েছে।

স্টাইল, কালার অপশন
অ্যাগ্রেসিভ স্ট্রিটফাইটার ডিজাইন। যাঁরা কমিউটারও চান, আবার একটু স্টাইলও চাইছেন, তাঁদের জন্য সেরা অপশন। কালার অপশন তিনটিই দুর্দান্ত। ইলেকট্রনিক অরেঞ্জ, আটলান্টিক ব্লু ও সিলভার মেটালিক ম্যাট।

দাম 
160 Duke এর দাম ₹1.85 লাখ (এক্স-শোরুম, দিল্লি) থেকে শুরু। রয়েছে 10 বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টিও। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যেই বাইক ডিলারশিপে পৌঁছে যাবে। KTM এর সমস্ত শোরুম ও অফিসিয়াল ওয়েবসাইট www.ktmindia.com এ বুকিং চলছে। শীঘ্রই RC 160 ও আসবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement