Advertisement

LIC New Policy: এলআইসি-র নতুন প্ল্যানে ২২ লক্ষের গ্যারান্টি রিটার্ন, পাবেন ঋণও

এবার একটি নন-লিঙ্কড সঞ্চয় জীবন বিমা পরিকল্পনা আনল এলআইসি (LIC)। সঞ্চয়ের পাশাপাশি জীবন বিমা কভারও প্রদান করে।

LIC Dhan Sanchay Saving PlanLIC Dhan Sanchay Saving Plan
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Jun 2022,
  • अपडेटेड 8:37 PM IST
  • নতুন পলিসি আনল এলআইসি।
  • এলআইসি-র এই প্ল্যানে নিশ্চিত রিটার্ন পাওয়া যায়। প্ল্যানের মেয়াদ ৫ বছর থেকে ১৫ বছর।  
  • এই প্ল্যানে ঋণের সুবিধাও পাবেন পলিসি গ্রাহকরা।    

জীবন বিমা করাতে গেলে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার প্ল্যানই বেছে নেন বেশিরভাগ মানুষ। এবার একটি নন-লিঙ্কড সঞ্চয় জীবন বিমা পরিকল্পনা আনল এলআইসি। এলআইসি ধন সঞ্চয় সেভিং প্ল্যানে (LIC Dhan Sanchay Saving Plan) সঞ্চয়ের পাশাপাশি জীবন বিমা কভারও প্রদান করে। পলিসিগ্রাহকের মৃত্যু হলে আর্থিক সহায়তা পাবে পরিবার। সেই সঙ্গে রয়েছে ঋণ নেওয়ার সুবিধাও। 

কী ফায়দা? 

এলআইসি-র এই প্ল্যানে নিশ্চিত রিটার্ন পাওয়া যায়। প্ল্যানের মেয়াদ ৫ বছর থেকে ১৫ বছর।  এতে আয়ের সুবিধা রয়েছে। সিঙ্গল প্রিমিয়াম, রেগুলার প্রিমিয়াম এবং লিমিটেড প্রিমিয়ামের বিকল্প রয়েছে। এর অর্থ এককালীন প্রিমিয়াম দিয়ে বিমা করাতে পারেন। রেগুলার প্রিমিয়ামের ক্ষেত্রে মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্রিমিয়াম দিতে হবে। সেই সঙ্গে এই প্ল্যানে ঋণের সুবিধাও পাবেন পলিসি গ্রাহকরা।    

আরও পড়ুন

১০ বছরের জন্য এককালীন প্রিমিয়াম দিলে ১০ বছর পর্যন্ত নিয়মিত আয় করতে পারবেন। এই পলিসিতে সর্বনিম্ন প্রিমিয়াম বছরে ৩০ হাজার টাকা। সর্বোচ্চ প্রিমিয়ামের কোনও সীমা নেই। পলিসি চলাকালীন ব্যক্তির মৃত্যু হলে এককালীন ২.৫০ লক্ষ টাকা পাবেন নমিনি। সর্বোচ্চ ২২ লক্ষ টাকা পাওয়ার ব্যবস্থা রয়েছে।     

ধরা যাক, ৩০ বছরে ব্যক্তি ১০ বছরের জন্য এই প্ল্যান নিলেন। ৩,৩০,০০০ টাকা গ্যারান্টিড রিটার্নের জন্য বছরে ৩১,৩৫০, ছ'মাসে ১৫,৮৫৫, ত্রৈমাসিক ৮,০৩৩ টাকা প্রিমিয়াম দিতে হবে। মাসে ২৬৯১ টাকার প্রিমিয়ামও দিতে পারেন। ১০ বছরের পলিসি হলে ৫ বছর পর্যন্ত কোনও প্রিমিয়াম দিতে হবে না। আরও ৫ বছর পর বিমার অর্থ পাওয়া যাবে।    

চারটি প্ল্যান

এলআইসি ধন সঞ্জয় যোজনার পলিসি যোজনায় ন্যূনতম বয়স ৩ বছর। এই প্রকল্পে চারটি বিকল্প দিয়েছে এলআইসি। বিকল্প এ এবং বি নিলে মৃত্যুর পর ৩,৩০,০০০ টাকা পাবেন নমিনি। প্ল্যান সি নিলে ২ লক্ষ ৫০ হাজার মিলবে। আর বিকল্প ডি-র ক্ষেত্রে পলিসিগ্রাহকের মৃত্যু হলে নমিনি পাবেন ২২ লক্ষ টাকা। 

Advertisement

LIC-এর এই প্ল্যান করাতে হলে যেতে হবে LIC-এর ওয়েবসাইট। এছাড়া LIC শাখা এবং এজেন্টের মাধ্যমেও এটি কিনতে পারেন। বিশদে জানুন www.licindia.in-ওয়েবসাইটে।

Read more!
Advertisement
Advertisement