Advertisement

প্রতি মাসে পাওয়া যাবে ১১ হাজার টাকা, সেরা পেনশন প্ল্যান নিয়ে হাজির LIC

এই LIC পলিসি নেওয়ার বয়সসীমা ৩০ থেকে ৭৯ বছর। এই পলিসিতে কোনও ব্যক্তি চাইলে মাসিক পেনশন নিতে পারেন। এমনকী তিন মাস বা ছয় মাস বা বার্ষিক এককালীনও টাকা নেওয়া যেতে পারে।

 এলআইসি জীবন শান্তি এলআইসি জীবন শান্তি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 28 Dec 2025,
  • अपडेटेड 10:39 AM IST
  • সকলের উচিত এমন জায়গায় অর্থ বিনিয়োগ করা যেখানে টাকা নিরাপদ থাকে।
  • দেশের বৃহত্তম বিমা সংস্থা LIC-র পলিসিগুলি বেশ জনপ্রিয়।
  • একবার বিনিয়োগ করলে আজীবন পেনশন নিশ্চিত করা হয়।

সকলেই নিজের উপার্জন থেকে কিছু পরিমাণ অর্থ সঞ্চয় করেন। ভবিষ্যতের কথা ভেবেই এই অর্থ সঞ্চয় করা হয়। যাতে বৃদ্ধ সময়ে আর্থিক সঙ্গতির অভাব না হয়। আগামী দিনের কথা ভেবে সকলের উচিত এমন জায়গায় অর্থ বিনিয়োগ করা যেখানে টাকা নিরাপদ থাকে এবং ভালো রিটার্নও দেয়।

সেই হিসেবে দেখলে দেশের বৃহত্তম বিমা সংস্থা LIC-র পলিসিগুলি বেশ জনপ্রিয়। এই স্কিমগুলির মধ্যে একটি হল LIC নিউ জীবন শান্তি প্ল্যান, যা নেওয়ার পরে বার্ধক্য আরামে কাটানো যাবে, কারণ এতে একবার বিনিয়োগ করলে আজীবন পেনশন নিশ্চিত করা হয়।

LIC নিউ জীবন শান্তি প্ল্যান একটি বাৎসরিক স্কিম। এই স্কিম নেওয়ার সময় পেনশনের ব্যাপারে নিশ্চিন্ত হওয়া যেতে পারে। কারণ, LIC-র এই স্কিমের গ্রাহক সারাজীবন একই মাসিক পেনশন পাবেন।

এই স্কিমে সর্বনিম্ন ৫ বছরের লক-ইন পিরিয়ড থাকে। চাইলে সেই পিরিয়ড ১২ বছর করা যেতে পারে। এর অর্থ হল, বিনিয়োগকারী টাকা দেওয়ার পর পাঁচ-বারো বছরের জন্য টাকা লক হয়ে থাকে। এর পরে, বিনিয়োগের উপর ভিত্তি করে মাসিক পেনশন পাওয়া যাবে। LIC-র স্কিমে সর্বনিম্ন বিনিয়োগ ১.৫ লক্ষ টাকা। তবে যত খুশি বিনিয়োগ করা যেতে পারে। এখানে সহজ বিষয় হল, যত বেশি বিনিয়োগ করা হবে, পেনশন তত বেশি হবে। 

এই LIC পলিসি নেওয়ার বয়সসীমা ৩০ থেকে ৭৯ বছর। এই পলিসিতে কোনও ব্যক্তি চাইলে মাসিক পেনশন নিতে পারেন। এমনকী তিন মাস বা ছয় মাস বা বার্ষিক এককালীনও টাকা নেওয়া যেতে পারে।

কত টাকা পেনশন পাওয়া যাবে?

কোনও ব্যক্তি যদি ৪৫ বছর বয়সে মাত্র ১০ লক্ষ টাকা এই স্কিমে বিনিয়োগ করেন। এবং লক ইন পিরিয়ড ১২ বছরের জন্য রাখেন, তাহলে মাসিক ১১ হাজার ৩১১ টাকা পেনশন পেতে পারেন। আজীবন এই টাকা পাওয়া যেতে পারে।

 

Advertisement
Read more!
Advertisement
Advertisement