Advertisement

LIC Policy Surrender: মাঝপথে LIC পলিসি বন্ধ করলে কত টাকা পাবেন? জানুন নিয়ম

LIC Policy Surrender: নানা কারণে পলিসি বন্ধ করতে বাধ্য হন। গ্রাহক চাইলে এলআইসি পলিসি সারেন্ডার করার সুযোগ রয়েছে। তবে বিশেষজ্ঞরা পলিসি সারেন্ডার করার পরামর্শ দেন না।

LIC পলিসি সারেন্ডারের নিয়ম। LIC পলিসি সারেন্ডারের নিয়ম।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 18 Jun 2022,
  • अपडेटेड 5:58 PM IST
  • এলআইসি সারেন্ডার করলে কত টাকা পাবেন?
  • সাধারণত পলিসির সারেন্ডার মূল্য প্রিমিয়াম দেওয়ার ৩ বছর পরে হিসেব করা হয়।

LIC-এর বিমা পলিসি অনেকেই পূর্ণ সময় প্রিমিয়াম দিতে পারেন না। নানা কারণে পলিসি বন্ধ করতে বাধ্য হন। গ্রাহক চাইলে এলআইসি পলিসি সারেন্ডার করার সুযোগ রয়েছে। তবে বিশেষজ্ঞরা পলিসি সারেন্ডার করার পরামর্শ দেন না। কারণ এতে লোকসান হয়। এছাড়া ৩ বছরের আগে পলিসি বন্ধ করলে সারেন্ডার মূল্যও মেলে না। 

কত টাকা পাওয়া যায়?

সাধারণত পলিসির সারেন্ডার মূল্য প্রিমিয়াম দেওয়ার ৩ বছর পরে হিসেব করা হয়। এলআইসি-র নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে নির্ধারিত হয় সারেন্ডার মূল্য। পলিসি সারেন্ডার দু'প্রকার। প্রথমটি, গ্যারান্টিড সারেন্ডার ভ্যালু (GSV)। যে বিকল্পে পলিসিধারক ৩ বছর পূর্ণ হওয়ার পরে সারেন্ডার করতে পারেন। অর্থাৎ পলিসিধারককে ন্যূনতম ৩ বছরের জন্য প্রিমিয়াম দিতে হবে। ৩ বছর পর সারেন্ডার করলে সারেন্ডার মূল্য প্রদত্ত প্রিমিয়ামের প্রায় ৩০% হয়। প্রথম বছরে প্রদত্ত প্রিমিয়াম এবং দুর্ঘটনাজনিত সুবিধার জন্য প্রদত্ত প্রিমিয়ামগুলি বাদ দেওয়া হয়৷ তাই সারেন্ডার করার সময় বাড়লে বেশি টাকা পাবেন। 

আরও পড়ুন

ধরুন, কেউ ৩ বছরের জন্য প্রিমিয়াম দিয়েছেন। তার পর সারেন্ডার করছেন। সেক্ষেত্রে প্রথম বছরের প্রিমিয়াম বাদে বাকি ২ বছরের জমা প্রিমিয়ামের ৩০% ফেরত পাবেন। অতিরিক্ত প্রিমিয়াম, কর ইত্যাদি যুক্ত থাকে না।

পলিসি সারেন্ডারের আরেকটি উপায় হল- বিশেষ সারেন্ডার ভ্যালু। এটি বেসিক সাম অ্যাসিওরড প্লাস বোনাস এবং সারেন্ডার ভ্যালুর ভিত্তিতে গ্রাহক কত টাকা ফেরত পাবেন তা ঠিক হয়। 

কখন পলিসি বন্ধ করা যায়?

একটি একক প্রিমিয়াম প্ল্যানের অধীনে পলিসি নেওয়ার দ্বিতীয় বছরে বন্ধ করা যেতে পারে। পলিসি নেওয়ার প্রথম বছরে কখনও পলিসি সারেন্ডার করা যায় না। অন্যদিকে, লিমিটেড পিরিয়ড এবং রেগুলার প্রিমিয়াম প্ল্যানের অধীনে বিভিন্ন পলিসির সারেন্ডারের শর্তাবলী সাধারণত আলাদা হয়। তবে সাধারণভাবে যদি পলিসিটি ১০ ​​বছর বা তার কম হয় তবে পলিসি সারেন্ডারের সময়কাল ২ বছর। ১০ ​​বছরের বেশি হলে সারেন্ডারের সর্বনিম্ন সময়কাল ৩ বছর।

Advertisement

পলিসি সারেন্ডারের জন্য যা দরকার

পলিসিগ্রহীতাকে জমা দিতে হয়। এর মধ্যে রয়েছে পলিসি বন্ধ করার জন্য মূল পলিসি বন্ড নথি, সারেন্ডার মূল্য পরিশোধের অনুরোধপত্র, এলআইসি সারেন্ডার ফর্ম, এলআইসি এনইএফটি ফর্ম, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, আধার বা প্যানের মতো আইডি প্রমাণ এবং বাতিল চেক। এছাড়াও গ্রাহককে পলিসি বন্ধ করার জন্য একটি আবেদনও জমা দিতে হয়।

Read more!
Advertisement
Advertisement