Advertisement

LIC Recruitment 2023: স্নাতক হলেই LIC অফিসারের চাকরি, রইল আবেদনের Link

LIC Recruitment 2023: চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুযোগ। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ LIC-তে নিয়োগ শুরু হবে। অনেকগুলি পদে নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট ibpsonline.ibps.in/licaaojan23/ এ গিয়ে আবেদন করতে পারেন।

LIC-তে অফিসার পদে চাকরির সুযোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Jan 2023,
  • अपडेटेड 3:41 PM IST
  • লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ LIC-তে নিয়োগ শুরু হবে
  • আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৫ জানুয়ারি থেকে
  • আবেদনের শেষ তারিখ ৩১ জানুয়ারি, ২০২৩

LIC Recruitment 2023: চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুযোগ। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ LIC-তে নিয়োগ (Recruitment) শুরু হবে। অনেকগুলি পদে নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট ibpsonline.ibps.in/licaaojan23/ এ গিয়ে আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৫ জানুয়ারি থেকে। আবেদনের শেষ তারিখ ৩১ জানুয়ারি, ২০২৩। হাতে আর মাত্র দিন কয়েক সময়। এর মধ্যে চাকরির আবেদনটি সেরে ফেলুন।

LIC Recruitment 2023: পদের বিশদ বিবরণ
লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে (Officer Rank) মোট ৩০০টি পদে নিয়োগ হচ্ছে। বিস্তারিত তথ্য পেতে প্রার্থীরা অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন।

LIC Recruitment 2023: শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে যেকোনও স্ট্রিমে স্নাতক হতে হবে।

LIC Recruitment 2023: আবেদন ফি
জেনারেল/ওবিসি/EWS বিভাগের প্রার্থীদের ৭০০ টাকা আবেদন ফি দিতে হবে। যেখানে, SC/ST/PWD প্রার্থীদের ৮৫ টাকা দিতে হবে।

LIC Recruitment 2023: বয়সসীমা
এই পদগুলিতে আবেদনকারী প্রার্থীদের বয়সসীমা ২১ থেকে ৩০ বছর নির্ধারণ করা হয়েছে।

LIC Recruitment 2023: নির্বাচন কেমন হবে
- প্রিলিম লিখিত পরীক্ষা
- মেইনস লিখিত পরীক্ষা
- ইন্টারভিউ
- ডকুমেন্ট ভেরিফিকেশন
- স্বাস্থ্য পরীক্ষা
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement