Advertisement

Durga Puja: পুজোয় কোন দিন মদের দোকান বন্ধ? আগাম জেনে রাখুন

দুর্গাপুজোর প্যান্ডেল হপিং চলছে জোরকদমে। রাজ্যের মানুষ মাতোয়ারা উৎসবের আমেজে। কিন্তু এবারের পুজোয় একটু ভিন্ন চিত্র দেখা যাবে। কারণ, পুজোর মোক্ষম দিনেই, অর্থাৎ বিজয়া দশমীর দিনই গোটা রাজ্যে বন্ধ থাকবে মদের দোকান।

মদের দোকান।-প্রতীকী ছবিমদের দোকান।-প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 27 Sep 2025,
  • अपडेटेड 5:11 PM IST
  • দুর্গাপুজোর প্যান্ডেল হপিং চলছে জোরকদমে।
  • রাজ্যের মানুষ মাতোয়ারা উৎসবের আমেজে।

দুর্গাপুজোর প্যান্ডেল হপিং চলছে জোরকদমে। রাজ্যের মানুষ মাতোয়ারা উৎসবের আমেজে। কিন্তু এবারের পুজোয় একটু ভিন্ন চিত্র দেখা যাবে। কারণ, পুজোর মোক্ষম দিনেই, অর্থাৎ বিজয়া দশমীর দিনই গোটা রাজ্যে বন্ধ থাকবে মদের দোকান।

২০১৬ সাল থেকে রাজ্যে পুজোয় কোনও নির্দিষ্ট ‘ড্রাই ডে’ রাখা হয়নি। দুর্গাপুজোর সব দিনই মদের দোকান খোলা থাকত। কিন্তু এবছর ২ অক্টোবরই গান্ধীজয়ন্তী এবং সেই দিনই দশমী হওয়ায় মদের দোকানপাট বন্ধ রাখার সরকারি নির্দেশ রয়েছে। অর্থাৎ, গোটাদিনই সুরাপ্রেমীরা মদের দোকান থেকে কিছুই কিনতে পারবেন না।

অতীতে অবশ্য নিয়ম ছিল আলাদা। ২০১৫ সাল পর্যন্ত পুজোয় দেড় দিন বন্ধ থাকত রাজ্যের মদের দোকান, অষ্টমীতে পুরো দিন এবং দশমীর বিকেল ৫টার পর। এছাড়া, তখন প্রতি বৃহস্পতিবারও দোকান বন্ধ রাখার নিয়ম ছিল। ২০১৬ সাল থেকে সেই নিয়ম উঠে যায়। ধীরে ধীরে স্থায়ী ‘ড্রাই ডে’-র সংখ্যা কমিয়ে আনা হয়।

বর্তমানে রাজ্যে পাঁচটি নির্দিষ্ট দিনে মদের দোকান খোলা থাকে না, প্রজাতন্ত্র দিবস, দোলযাত্রা, স্বাধীনতা দিবস, মহরম এবং গান্ধীজয়ন্তী। আগে ঈদুজ্জোহা এবং মহাবীর জয়ন্তীতেও দোকান বন্ধ রাখার নিয়ম ছিল, এখন আর নেই।

শেক্সপিয়ার সরণীর এক মদের দোকান মালিক জানান, ২ অক্টোবর পুরো দিনই দোকান বন্ধ থাকবে। তবে গ্রাহকেরা ব্যাপারটা জানেন বলেই অনেকে আগেভাগে কিনে রাখছেন।

অতএব, যাঁরা পুজোর আনন্দে মদ রাখতে চান, তাঁদের জন্য পরামর্শ, দশমীর আগেই কিনে রাখুন প্রয়োজনীয় মদ। না হলে পুজোর দিনে ‘ড্রাই ডে’-র কারণে হতাশা হতে পারে। 

Read more!
Advertisement
Advertisement