Advertisement

LPG Price: রান্নার গ্যাসের দাম কমল, আজ থেকে কত টাকায় সিলিন্ডার? কলকাতার রেট রইল

কলকাতা-সহ সারা দেশে কমল রান্নার গ্য়াসের দাম। ফলে কিছুটা হলেও স্বস্তি পাবেন সাধারণ মানুষ।

 সস্তা হল রান্নার গ্যাস সস্তা হল রান্নার গ্যাস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Dec 2025,
  • अपडेटेड 9:44 AM IST
  • গ্য়াস সিলিন্ডারের দাম কমার ফলে কারা লাভবান হবেন?
  • ৬ মাস ধরে গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দামে কোনও বদল আসেনি।
  • ১ ডিসেম্বর থেকেই এই দাম কমানো হয়েছে।

ডিসেম্বর মাসের শুরুতেই বড়সড় স্বস্তির খবর। কলকাতা-সহ সারা দেশে কমল রান্নার গ্য়াসের দাম। ফলে কিছুটা হলেও স্বস্তি পাবেন সাধারণ মানুষ। তবে LPG-র এই দাম কমানো হল ১৯ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে। অর্থাৎ বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে। ১ ডিসেম্বর থেকেই এই দাম কমানো হয়েছে।

নতুন রেট লাগু হওয়ার ফলে দেশের কোন শহরে কমার্শিয়াল LPG সিলিন্ডারের দাম কত হল? জেনে নেওয়া যাক।

দিল্লিতে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম: দিল্লিতে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ১০ টাকা।  ফলে নয়া রেট অনুযায়ী দিল্লিবাসীকে ১৫৮০.৫০ টাকা দিয়ে কিনতে হবে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার।

কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের দাম: দিল্লির পাশাপাশি কলকাতাতেও বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে ১০ টাকা। ফলে নয়া রেট অনুযায়ী বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার কিনতে শহরবাসীর খরচ হবে ১৬৮৪ টাকা।

মুম্বই ও চেন্নাইতে দাম কত?

মুম্বই ও চেন্নাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার সস্তা হয়েছে ১১ টাকা করে। ফলে মুম্বইতে বাণিজ্যিক এলপিজি-র দাম রয়েছে ১৫৩১.৫০ টাকা। অন্যদিকে, চেন্নাইতে গ্যাস সিলিন্ডার কিনতে গেলে খরচ করতে হবে ১৭৩৯.৫০ টাকা।

বাণিজ্যিক গ্য়াস সিলিন্ডারের দাম কমার ফলে কারা লাভবান হবেন?

মূলত, ১৯ কেজি গ্যাস সিলিন্ডারগুলি ব্যবহৃত হয় বিভিন্ন রেস্তোরাঁ ও হোটেলগুলিতে। ফলে বাণিজ্যিক গ্য়াসের দাম কমলে হোটেল মালিক, ক্য়াটারার কোম্পানিগুলি লাভবান হবে। তবে এর প্রভাব ঘুরিয়ে পড়তে পারে সাধারণ মানুষের উপরেও। যেমন রেস্তোরাঁগুলি চাইলে খাবারের থালির দাম কমাতে পারে। যার জেরে লাভবান হতে পারে গ্রাহকেরা।

গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি

উল্লেখ্য বিষয় হল, গত ৬ মাস ধরে গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দামে কোনও বদল আসেনি। ১৪.২ কেজির এই গ্যাস সিলিন্ডারের দামে শেষ বদল এসেছিল ১ এপ্রিল। তার পর থেকে কলকাতায় ৮৭৯ টাকা দাম রয়েছে গার্হস্থ্য সিলিন্ডারের। ফলে এখনও চড়া দামেই ঘরোয়া সিলিন্ডার কিনতে হচ্ছে আমজনতাকে। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement