Advertisement

Trains Running Late: কুয়াশার দাপটে হাওড়া-শিয়ালদা লাইনে বহু এক্সপ্রেস ট্রেন দেরিতে, দেখে নিন লাইভ স্ট্যাটাস

দেশজুড়ে শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার জেরে বিপর্যস্ত রেল পরিষেবা। বিশেষ করে দিল্লি-হাওড়া রেল রুটে ট্রেন চলাচল এখনও স্বাভাবিক হয়নি। বুধবার, ২৪ ডিসেম্বর সকাল পর্যন্ত রাজধানী এক্সপ্রেস-সহ একাধিক প্রিমিয়াম ও মেল-এক্সপ্রেস ট্রেন কয়েক ঘণ্টা থেকে এক দিনেরও বেশি সময় দেরিতে চলছে।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Dec 2025,
  • अपडेटेड 12:08 PM IST
  • দেশজুড়ে শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার জেরে বিপর্যস্ত রেল পরিষেবা।
  • বিশেষ করে দিল্লি-হাওড়া রেল রুটে ট্রেন চলাচল এখনও স্বাভাবিক হয়নি।

Trains Running Late Due to Fog: দেশজুড়ে শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার জেরে বিপর্যস্ত রেল পরিষেবা। বিশেষ করে দিল্লি-হাওড়া রেল রুটে ট্রেন চলাচল এখনও স্বাভাবিক হয়নি। বুধবার, ২৪ ডিসেম্বর সকাল পর্যন্ত রাজধানী এক্সপ্রেস-সহ একাধিক প্রিমিয়াম ও মেল-এক্সপ্রেস ট্রেন কয়েক ঘণ্টা থেকে এক দিনেরও বেশি সময় দেরিতে চলছে।

উত্তর ভারতের পাহাড়ি এলাকায় তুষারপাতের প্রভাবে সমতলে তীব্র ঠান্ডা নেমেছে। তার সঙ্গে যোগ হয়েছে ঘন কুয়াশা। দৃশ্যমানতা কমে যাওয়ায় একাধিক সেকশনে ট্রেনের গতি নিয়ন্ত্রণ করতে হচ্ছে। ফলে স্টেশনগুলিতে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, ঠান্ডায় ভোগান্তিও বাড়ছে।

দিল্লি-হাওড়া রুটের অন্যতম ব্যস্ত স্টেশন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন দিয়ে যাতায়াতকারী বহু ট্রেন নির্ধারিত সময়ের অনেক পরে চলছে। নয়াদিল্লি-পাটনা তেজস, নয়াদিল্লি-শিয়ালদাও হাওড়া রাজধানী, নয়াদিল্লি-ভুবনেশ্বর তেজস রাজধানী-সহ একাধিক ট্রেনের বিলম্ব এখনও কাটেনি।

কুয়াশার জেরে দেরিতে চলা ট্রেনগুলির তালিকা

১২৩০২ নয়াদিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেস - ১১ ঘণ্টা দেরিতে
২২৮২৪ ভুবনেশ্বর তেজস রাজধানী এক্সপ্রেস - ৬ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে

নয়াদিল্লি-রাজেন্দ্র নগর তেজস রাজধানী এক্সপ্রেস - ৮ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে
১২৩১৪ নয়াদিল্লি-শিয়ালদারাজধানী এক্সপ্রেস - ১১ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে
১২২৬০ বিকানের-শিয়ালদাদুরন্ত এক্সপ্রেস - ৬ ঘণ্টা দেরিতে
১৩২৫৮ দানাপুর জনসাধারণ এক্সপ্রেস - ৭ ঘণ্টা দেরিতে
১২২৪৪ হলদিয়া সুপারফাস্ট এক্সপ্রেস - ৫ ঘণ্টা দেরিতে
১২৩৯৪ সমগ্র ক্রান্তি এক্সপ্রেস - ৯ ঘণ্টা দেরিতে
১৩২৪২ বেঙ্গালুরু-দানাপুর স্পেশাল এক্সপ্রেস - ১৫ ঘণ্টা দেরিতে
১২৮৭৫ নীলাচল এক্সপ্রেস - ২ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে
২২৩১২ বেঙ্গালুরু–সহরসা সুপারফাস্ট - ২ ঘণ্টা দেরিতে
২২৩৬১ রাজেন্দ্র নগর-নয়াদিল্লি অমৃত ভারত এক্সপ্রেস - ৯ ঘণ্টা দেরিতে
১৩০৮২ নয়াদিল্লি-হাওড়া পূর্বা এক্সপ্রেস - ২ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে
১৫৪৮৩ আলিপুরদুয়ার–দিল্লি সিকিম মহানন্দা এক্সপ্রেস - ২৬ ঘণ্টা দেরিতে
১২২৭৪ নয়াদিল্লি-হাওড়া দুরন্ত এক্সপ্রেস - ১২ ঘণ্টা দেরিতে
১৫৬৫৭ ব্রহ্মপুত্র মেল - ২ ঘণ্টা দেরিতে
২০৮০২ নয়াদিল্লি–ইসলামপুর মগধ এক্সপ্রেস - ৪ ঘণ্টা দেরিতে
১২৮৭৮ নয়াদিল্লি–রাঁচি গরিব রথ এক্সপ্রেস - ১২ ঘণ্টা দেরিতে
১২৩৫০ নয়াদিল্লি-গোড্ডা হামসফর এক্সপ্রেস - ২ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে
০৬৫০৯ দানাপুর ক্লোন স্পেশাল - ৯ ঘণ্টা দেরিতে
১২৩৯২ নয়াদিল্লি–রাজগীর শ্রমজীবী এক্সপ্রেস - ১০ ঘণ্টা দেরিতে
২২৩৬২ নয়াদিল্লি–রাজেন্দ্র নগর অমৃত ভারত এক্সপ্রেস - ৬ ঘণ্টা দেরিতে
১৫০২১ গোরক্ষপুর এক্সপ্রেস - ৪ ঘণ্টা দেরিতে
০৪০৭৮ কামাখ্যা স্পেশাল এক্সপ্রেস - ৪ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে
১৩২৪০ কোটা-পাটনা এক্সপ্রেস - ২ ঘণ্টা দেরিতে
১২৮০২ আনন্দ বিহার-পুরী পুরুষোত্তম এক্সপ্রেস - ৪ ঘণ্টা দেরিতে

Advertisement

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়াশার তীব্রতা কমলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে আপাতত যাত্রীদের যাত্রার আগে ট্রেনের লাইভ স্ট্যাটাস দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement