Advertisement

DHR-এর পুজো উপহার, সস্তায় একাধিক টয়ট্রেন রাইড চালু

পুজোর আগে পাহাড়ঘেরা দার্জিলিং ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? দার্জিলিং হিমালয়ান রেলওয়ের (DHR) নতুন টয়ট্রেন পরিষেবা আপনার ভ্রমণে যোগ করতে পারে বাড়তি আনন্দ। চালু হচ্ছে কয়েকটি নতুন পর্যটক স্পেশাল ট্রেন।

DHR-এর পুজো উপহার, সস্তায় একাধিক টয়ট্রেন রাইড চালুDHR-এর পুজো উপহার, সস্তায় একাধিক টয়ট্রেন রাইড চালু
Aajtak Bangla
  • দার্জিলিং,
  • 20 Sep 2025,
  • अपडेटेड 5:55 PM IST

ধসের মুখে থমকে পাহাড়ের পর্যটন। অনেকেই ভয়ে-আশঙ্কায় পাহাড় এড়িয়ে যাচ্ছেন। কিন্তু তার মধ্যে পাহাড়ে যাওয়ার জন্য় অজুহাত তৈরি করে দিল রেল কর্তৃপক্ষ। পুজোর আগে পাহাড়ঘেরা দার্জিলিং ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? দার্জিলিং হিমালয়ান রেলওয়ের (DHR) নতুন টয়ট্রেন পরিষেবা আপনার ভ্রমণে যোগ করতে পারে বাড়তি আনন্দ। চালু হচ্ছে কয়েকটি নতুন পর্যটক স্পেশাল ট্রেন।

নতুন টয়ট্রেন
শুক্রবার থেকে শিলিগুড়ি থেকে রংটংয়ের মধ্যে চলতে শুরু করেছে নতুন টয়ট্রেন। প্রতি শুক্র, শনি ও রবিবার এই ট্রেন ছুটবে রংটংয়ের পথে। যাওয়া-আসা মিলিয়ে ভাড়া ৭৫০ টাকা। শুধু একমুখী যেতে চাইলে লাগবে ৫০০ টাকা। ট্রেনে চেপে রংটং পৌঁছে পর্যটকরা ঘুরে দেখতে পারবেন চা-বাগান, চা তৈরির কারখানা আর আশপাশের শান্ত পাহাড়ি গ্রাম।

‘স্টিম স্পেশাল’
শনিবার থেকে আরও দুই নতুন পরিষেবা শুরু হচ্ছে। একদিকে দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত ‘স্টিম স্পেশাল’ ট্রেন, যা সকাল ৯টা ৩০ মিনিটে ছাড়বে।

‘সানসেট স্পেশাল’
অন্যদিকে কার্শিয়ং থেকে মহানদী ঘুরে ফের কার্শিয়ং পর্যন্ত চলবে ‘সানসেট স্পেশাল’, বিকেল ৩টা ৩০ মিনিটে।

'কার্শিয়ং-মহানদী স্পেশাল'
রবিবারও থাকছে নতুন চমক। সকাল ৭টা ১৫ মিনিটে চালু হবে কার্শিয়ং-মহানদী-কার্শিয়ং রুটে একটি বিশেষ ট্রেন

কার্শিয়ং থেকে দার্জিলিং
আর দুপুর ১২টায় ছাড়বে কার্শিয়ং থেকে দার্জিলিংয়ের জন্য নতুন ট্রেন। এই সমস্ত ট্রেনেরই ভাড়া ৫০০ টাকা করে।

উদ্বেগ
তবে এই খুশির খবরে মিশে আছে কিছুটা চিন্তাও। কারণ, কিছুদিন আগেই তিনধারিয়া ও রংটংয়ের মাঝে ভূমিধসের জেরে দার্জিলিং-নিউ জলপাইগুড়ি রুটে টয়ট্রেন পরিষেবা বন্ধ ছিল। তারও আগে, ২০২৪ সালে চার মাস ধরে বন্ধ ছিল NJP-দার্জিলিং রুটের ট্রেন। যদিও পরে মেরামতির পর পরিষেবা চালু হয়, কিন্তু পাহাড়ি অঞ্চলে আবহাওয়া ও বিপর্যয় যে যে কোনও সময় থাবা বসাতে পারে, সে ভয় থেকেই যায়।

তাই এবারের পুজোয় পাহাড়ে যদি ট্রেনে চড়ে রওনা দেন, আগে ভালো করে জেনে নিন আবহাওয়ার খবর ও রেলপথের অবস্থান। পাহাড়ের কোলে টয়ট্রেনে চেপে ভ্রমণের আনন্দ যেন বিঘ্ন না ঘটে, সেটাই আশা।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement