Advertisement

Maruti Suzuki Eeco New Model 2022 : লঞ্চ হল সবথেকে সস্তার ৭ সিটার গাড়ি, দাম মাত্র ৫.১৩ লাখ টাকা

Maruti Suzuki Eeco-তে রিক্লাইনিং ফ্রন্ট সিট, কেবিন এয়ার ফিল্টার, ডোম ল্যাম্প এবং নতুন ব্যাটারি সেভিং ফাংশন অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও, এই গাড়িটিতে নিরাপত্তার বিষয়টি উন্নত করতে ১১টি ফিচার সামিল করা হয়েছে। সেগুলির মধ্যে রয়েছে ডুয়াল এয়ারব্যাগ, ইঞ্জিন ইমোবিলাইজার, ইলেকট্রনিক ব্রেকফোর্স ডিস্ট্রিবিউশন (EBD)-সহ অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS), চাইল্ড লক, স্লাইডিং ডোর, রিভার্স পার্কিং সেন্সর ইত্যাদি। 

মারুতি ইকোর নয়া মডেল
Aajtak Bangla
  • দিল্লি,
  • 22 Nov 2022,
  • अपडेटेड 3:47 PM IST
  • ইকোর নয়া মডেল এল বাজারে
  • রয়েছে দারুণ ফিচার
  • মিলছে আকর্ষণীয় রঙের ভেরিয়েন্টে

ভারতের বাজারে Eeco-র নয়া আপডেটেড মডেল লঞ্চ করল মারুতি সুজুকি ইন্ডিয়া। আকর্ষণীয় লুক ও আরও ভাল সিটিং ক্যাপাসিটি-সহ লঞ্চ হওয়া এই গাড়িটির ইঞ্জিনও আগের চেয়ে শক্তিশালী। সংস্থার দাবি, এই গাড়িটি আগের মডেলের চেয়ে বেশি মাইলেজ দেবে। গাড়িটির দাম শুরু হচ্ছে ৫.১৩ লক্ষ টাকা থেকে (এক্স শোরুম-দিল্লি)। 

নয়া Maruti Eeco-কে রিফ্রেশ ইন্টেরিয়র এবং অ্যাডভান্স ফিচার-সহ লঞ্চ করা হয়েছে। এতে দেওয়া হয়েছে ১.২ লিটার ক্ষমতা সম্পন্ন K-Series ডুয়াল জেট বিবিটি পেট্রোল ইঞ্জিন। সংস্থার দাবি এর পেট্রোল ভার্সানটি আগের মডেলের তুলনায় ২৫ শতাংশ বেশি মাইলেজ দেবে। গাড়িটির পেট্রোল মডেলের মাইলেজ ১৯.৭১ কিলোমিটার প্রতি লিটার এবং সিএনজি ভার্সানের মাইলেজ ২৬.৭৮ কিলোমিটার প্রতি কিলোগ্রাম। 

Maruti Suzuki Eeco-তে রিক্লাইনিং ফ্রন্ট সিট, কেবিন এয়ার ফিল্টার, ডোম ল্যাম্প এবং নতুন ব্যাটারি সেভিং ফাংশন অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও, এই গাড়িটিতে নিরাপত্তার বিষয়টি উন্নত করতে ১১টি ফিচার সামিল করা হয়েছে। সেগুলির মধ্যে রয়েছে ডুয়াল এয়ারব্যাগ, ইঞ্জিন ইমোবিলাইজার, ইলেকট্রনিক ব্রেকফোর্স ডিস্ট্রিবিউশন (EBD)-সহ অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS), চাইল্ড লক, স্লাইডিং ডোর, রিভার্স পার্কিং সেন্সর ইত্যাদি। 

ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, নতুন স্টিয়ারিং হুইল, এসি-র জন্য রোটারি কন্ট্রোল এবং হিটার এর কেবিনকেও আপগ্রেড করেছে। এর পেট্রোল ভেরিয়েন্ট ৬০ লিটার বুট স্পেস রয়েছে। গাড়িটি ৫টি রঙে অফার করা হয়েছে, যার মধ্যে রয়েছে সলিড হোয়াইট, মেটালিক সিল্কি সিলভার, পার্ল মিডনাইট, ব্ল্যাক মেটালিক গ্লিসটেনিং গ্রে এবং মেটালিক ব্রিস্ক ব্লু। গাড়িটি ৫ ও ৭ সিটার, দু'ভাবেই আনা হয়েছে। এছাড়া এটির অ্যাম্বুল্যান্স ভেরিয়ান্টও রয়েছে। যেখানে রোগীদের যাতায়াতের জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। তাছাড়া কার্গো ভেরিয়েন্টেও মিলবে গাড়িটি। ফলে ব্যবসায়ীক কাজেও এটি ব্যবহার করা যাবে। 

Advertisement

আরও পড়ুন - মঙ্গলবার ভুলেও করবেন না এই ৪ কাজ, বাড়িতে হতে পারে ঘোর অমঙ্গল

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement