Advertisement

Multibagger Penny Stock: টাটার এই স্টকে বাম্পার কামাই, দু'বছরে ১ লক্ষের বিনিয়োগ হল ৬০ লক্ষ

bumper return: বিনিয়োগকারীদের মোটা টাকা কামিয়ে দিয়েছে এই শেয়ার। ঠিক ২ বছর আগে BSE-তে এই স্টকের দাম ছিল মাত্র ২.৪০ টাকা। আজকের দিনে এই স্টক BSE-তে ৪.৬৪ শতাংশ বেড়ে হয়েছে ১৪৫.৪০ টাকা।

বাম্পার রিটার্ন টাটার গোষ্ঠীর স্টকে।বাম্পার রিটার্ন টাটার গোষ্ঠীর স্টকে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 May 2022,
  • अपडेटेड 2:50 PM IST
  • ২ বছরে আগে ৩ টাকারও কম দাম।
  • আজ দাম ১৪৫ টাকা।
  • টাটা টেলি সার্ভিসেস মহারাষ্ট্র লিমিটেডের স্টকে বাম্পার রিটার্ন।

সাধারণত পেনি স্টক বা কম দামের শেয়ারে বিনিয়োগ বিপজ্জনক বলে সতর্ক করেন বহু বিশেষজ্ঞ। যে কোনও সময় এই স্টক ডুবিয়ে দিতে পারে। আবার ভাগ্য সহায় থাকলে মালামাল হবেন বিনিয়োগকারীরা। তবে সংস্থার আর্থিক অবস্থা জোরদার হলে এই ধরনের শেয়ারে বিনিয়োগ করলে লাভ পাওয়া যায়। তেমনই একটি পেনি স্টক টাটা গোষ্ঠীর টাটা টেলি সার্ভিসেস মহারাষ্ট্র লিমিটেড (Tata Teleservices (Maharashtra) Ltd)।     

গত কয়েক মাস ধরে টিটিএমএল স্টকে (TTML Stock Price) ভাটা চলছে। তা সত্ত্বেও বিনিয়োগকারীদের মোটা টাকা কামিয়ে দিয়েছে এই শেয়ার। ঠিক ২ বছর আগে BSE-তে এই স্টকের দাম ছিল মাত্র ২.৪০ টাকা। আজকের দিনে এই স্টক BSE-তে ৪.৬৪ শতাংশ বেড়ে হয়েছে ১৪৫.৪০ টাকা। অর্থাৎ TTML স্টক গত দু'বছরে ৫,৯৫৪ শতাংশ রিটার্ন দিয়েছে। যদি কোনও বিনিয়োগকারী এই স্টকে ২ বছর আগে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে তাঁর পোর্টফোলিও এখন ৬০ লক্ষ টাকা পেরিয়ে গিয়েছে। 

এক বছরে ১০০০ শতাংশ বৃদ্ধি

আরও পড়ুন

১১ জানুয়ারি স্টকটি সর্বকালের সর্বোচ্চ দরে পৌঁছে গিয়েছিল। ২৯০.১৫ টাকা দাম উঠেছিল। তার পর থেকে এটি প্রায় ৫০ শতাংশ কমেছে। গত এক মাসে এই শেয়ারের দর কমেছে ২৭ শতাংশ। তবে এখন আবার ঘুরে দাঁড়াচ্ছে। গত ৫ দিনে ৯. ৫০ শতাংশ বেড়েছে টিটিএমএলের স্টক। দীর্ঘ মেয়াদে গত ৬ মাসে তা বেড়েছে ১০৭ শতাংশ। গত ১ বছরে এই স্টকটি প্রায় ১০০০ শতাংশ বেড়েছে।

কোম্পানির আর্থিক পারফরম্যান্স 

বর্তমানে কোম্পানির এম-ক্যাপ ২৮,৪৬৩.৭৫ কোটি টাকা। মার্চ ২০২২ ত্রৈমাসিকে সংস্থার লোকসান সামান্য কমে ২৮০.৬২ কোটি টাকায় নেমেছে। এর আগে ডিসেম্বর ত্রৈমাসিকে কোম্পানির লোকসান হয়েছিল ৩০২.৩০ কোটি টাকা। কোম্পানির আয় ডিসেম্বর ত্রৈমাসিকে ২৮৪.২২ কোটি। তা  ২৭২.৭৮ কোটি টাকায় নেমে এসেছে। ২০২১-২২ অর্থবর্ষে  সংস্থার আয় দাঁড়িয়েছে ১,০৯৩.৮০ কোটি টাকা। এই সময়ের মধ্যে ১,২১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। 

Advertisement

(স্টক মার্কেটে বিনিয়োগের সঙ্গে জড়িত ঝুঁকি। বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন।)

Read more!
Advertisement
Advertisement