Advertisement

Multibagger Stock: এই সরকারি স্টক দিয়েছে ৯০ গুণ রিটার্ন, ৫ বার বোনাস; টাকা ঢালবেন?

High Return Investment Plan: শেয়ারবাজারে টাকা ঢালার পর ধৈর্য ধরতে পারলে, দীর্ঘ মেয়াদে লগ্নির অঙ্ক বহুগুণ বেড়ে কোটিপতিও হওয়া যায়। আজ তেমনই একটি স্টকের কথা জেনে নেওয়া যাক যেটি তার বিনিয়োগকারীদের ৯০ গুণ রিটার্ন দিয়েছে...

এই সরকারি স্টক দিয়েছে ৯০ গুণ রিটার্ন, ৫ বার বোনাস!এই সরকারি স্টক দিয়েছে ৯০ গুণ রিটার্ন, ৫ বার বোনাস!
Aajtak Bangla
  • নয়া দিল্লি,
  • 19 Sep 2022,
  • अपडेटेड 5:45 PM IST
  • সরকারি কোম্পানি GAIL India গত ২০ বছরে তার বিনিয়োগকারীদের আরও ভাল রিটার্ন দিয়েছে৷
  • গত ২০ বছরে GAIL ইন্ডিয়া কোম্পানি বিনিয়োগকারীদের ৫টি বোনাস শেয়ার দিয়েছে।

High Return Investment Plan: সরকারি কোম্পানি GAIL India গত ২০ বছরে তার বিনিয়োগকারীদের আরও ভাল রিটার্ন দিয়েছে৷ গত ২০ বছরে GAIL ইন্ডিয়া কোম্পানি বিনিয়োগকারীদের ৫টি বোনাস শেয়ার দিয়েছে। যদি কোনো ব্যক্তি ২০ বছর আগে কোম্পানির শেয়ারে ১ লাখ টাকা বিনিয়োগ করে বিনিয়োগ রাখেন, তাহলে এই টাকা ৯০ লাখের বেশি হয়েছে। এখানে গেইল ইন্ডিয়া কোম্পানিও মহারত্ন মর্যাদা পেয়েছে। GAIL ইন্ডিয়ার শেয়ারের ৫২-সপ্তাহের সর্বোচ্চ ১১৫.৬৭ টাকা। গত ১৩ সেপ্টেম্বর, ২০০২-এ GAIL ইন্ডিয়ার শেয়ারগুলি বম্বে স্টক এক্সচেঞ্জে (BSE) ৭.৯২ টাকার স্তরে ছিল।

১৩ সেপ্টেম্বর ২০০২-এ একজন ব্যক্তি যদি GAIL ইন্ডিয়ার শেয়ারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তবে তিনি ১২,৬২৬ শেয়ার পেতেন। মহারত্ন কোম্পানি তার বিনিয়োগকারীদেরকে তখন থেকে ৫ বার বোনাস শেয়ার দিয়েছে। যদি ১ লক্ষ টাকার বিনিয়োগ ধরে রাখা হতো, তবে বর্তমানে, ব্যক্তি বোনাস শেয়ার পাওয়ার পরে ১,০১,০০৭ শেয়ার পেতেন। সোমবার বম্বে স্টক এক্সচেঞ্জে GAIL ইন্ডিয়ার শেয়ার ৯১.৩৫ টাকার স্তরে লেনদেন করছে৷ এমন পরিস্থিতিতে, মোট টাকা হতো ৯২.২৬ লক্ষ টাকা।

আরও পড়ুন

সরকারি মহারত্ন কোম্পানি GAIL ইন্ডিয়া গত ২০ বছরে তার বিনিয়োগকারীদের ৫ বার বোনাস শেয়ার দিয়েছে। GAIL ইন্ডিয়া ২০০৮ সালের অক্টোবরে ১:২ অনুপাতে বোনাস শেয়ার অফার করেছিল। কোম্পানিটি ২০১৭ সালের মার্চ মাসে ১:৩ অনুপাতে বোনাস শেয়ার দিয়েছে। পরবর্তীকালে, কোম্পানিটি মার্চ ১০১৮-এ বিনিয়োগকারীদের ১:৩ অনুপাতে বোনাস শেয়ার উপহার দেয়। জুলাই ২০১৯-এ GAIL ইন্ডিয়া ১:১ অনুপাতে বোনাস শেয়ার দিয়েছে। অর্থাৎ, প্রতি ১ শেয়ারে ১টি করে বোনাস শেয়ার দিয়েছে কোম্পানিটি। সরকারি কোম্পানিটি সম্প্রতি ১:২ অনুপাতে বোনাস শেয়ার দিয়েছে।

Advertisement
Read more!
Advertisement
Advertisement