
টাকা হল বিপদের বন্ধু। তাই টাকাকে অবশ্যই ঠিকঠাক ম্যানেজ করতে হবে। তাহলেই খেলা ঘুরে যাবে। আপনি ধীরে ধীরে ফিনান্সিয়ালি ফ্রি হয়ে যাবেন। আর এই বিষয়টাকে লক্ষ্য করেই অনেকে টাকা ডাবল করতে চান। তাতেই সম্পদ বাড়বে বলে মনে করেন তারা।
কিন্তু প্রশ্ন হল, টাকা বিনিয়োগের সহজ দুই রাস্তা মিউচুয়াল ফান্ড না এফডি করলে তাড়াতাড়ি টাকা ডাবল হবে? আসুন জেনে নেওয়া যাক হিসেবটা। তারপরই না হয় বিনিয়োগ করবেন।
এফডি ডিপোজিট ডিপোজিট নিয়ে দুই-চার কথা
এফডি বা ফিক্সড ডিপোজিট হল একটি সুরক্ষিত বিনিয়োগের জায়গা। এখানে টাকা রাখলে প্রতিবছর একটা নির্দিষ্ট হারে সুদ পাওয়া যায়। এটি একদমই রিস্ক ফ্রি। খুব বড় কোনও অঘটন না ঘটলে এখান থেকে টাকা খোয়া যাওয়ার কোনও আশঙ্কাই নেই। তাই অনেকেই ফিক্সড ডিপোজিট করেন। ব্যাঙ্ক বা পোস্ট অফিসে করেন এফডি। তারা নিশ্চিত লাভও পান।
মিউচুয়াল ফান্ড সম্পর্কে বেসিকটা জানুন
শেয়ারমার্কেটে টাকা খাটানোর অন্যতম পথ হল মিউচুয়াল ফান্ড। এখানে থেকে টাকা নিয়ে কোনও ফান্ড ম্যানেজার একাধিক স্টকে বিনিয়োগ করে। তাতে লাভ হলে আপনি রিটার্ন পাবেন। আর লাভ যদি না হয়, তাহলে আপনার লস।
মাথায় রাখতে হবে, মিউচুয়াল ফান্ড একটা ঝুঁকিপূর্ণ জায়গা। এখানে আপনার টাকা খোয়া যাওয়ার আশঙ্কাও থাকে।
কোনটায় ডাবল হবে তাড়াতাড়ি?
সাধারণ এফডি-তে পাওয়া যায় ৭ শতাংশের মতো সুদ। আর সেক্ষেত্রে টাকা ডাবল হতে মোটামুটি লেগে যেতে পারে ১০ বছর। অপরদিকে আপনি ৭.৫ শতাংশ হারে সুদ পান, তাহলে ৯ বছরের উপরে লেগে যাবে টাকা ডাবল হতে।
অপরদিকে আপনি যদি ১২ শতাংশ হারেও নিজের টাকাকে মিউচুয়াল ফান্ডে বাড়াতে পারেন, তাহলে ৬ বছরেই সেটা টাকা ডাবল হয়ে যাবে। এটাই হল মিউচুয়াল ফান্ডের খেলা।
রিস্ক ভেবে এগোন
একটা কথা মাথায় রাখবেন, এফডি করার রিস্ক অনেক কম। এটায় আপনি নিশ্চিত রিটার্ন পাবেন।
অপরদিকে মিউচুয়াল ফান্ডে রয়েছে ভাল রিস্ক। এখানে রিটার্ন যেমন বেশি, ঠিক তেমনই আপনি ঝুঁকিও বেশি। তাই আপনাকে এই বিষয়টা নিয়ে সাবধান হতে হবে। ভেবেচিন্তা করতে হবে বিনিয়োগ।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।