Advertisement

প্রথম উত্তরবঙ্গ-দিঘা স্লিপার ভলভো চালাবে NBSTC, মুখ্য়মন্ত্রী সূচনা করবেন

নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় বলেন, “গত বছর NBSTC প্রথম ভলভো সার্ভিস শুরু করেছিল। এবার স্লিপার ভলভো চালুর মাধ্যমে আরও এক ধাপ এগোচ্ছে উত্তরবঙ্গের পরিবহণ পরিষেবা।” নিগমের ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই জানান, “বাসগুলো খুবই দামি।

উত্তরবঙ্গ থেকে ভলভো চালু।-ফাইল ছবিউত্তরবঙ্গ থেকে ভলভো চালু।-ফাইল ছবি
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 16 Jan 2026,
  • अपडेटेड 12:04 AM IST

উত্তরবঙ্গবাসীদের জন্য বড় সুখবর। শিলিগুড়ি থেকে সরাসরি দিঘা যেতে আর রাত জাগতে হবে না। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (NBSTC) নিয়ে আসছে একেবারে নতুন স্লিপার ভলভো বাস পরিষেবা। শুক্রবার শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করবেন এই ৬টি অত্যাধুনিক বাসের।

নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় বলেন, “গত বছর NBSTC প্রথম ভলভো সার্ভিস শুরু করেছিল। এবার স্লিপার ভলভো চালুর মাধ্যমে আরও এক ধাপ এগোচ্ছে উত্তরবঙ্গের পরিবহণ পরিষেবা।” নিগমের ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই জানান, “বাসগুলো খুবই দামি। হাতে পেলেও এখনও অনেক কাজ বাকি আছে। সব দিক দেখে ঠিকঠাক প্রস্তুতি নিয়েই রাস্তায় নামানো হবে।”

রাজ্য পরিবহণে প্রথমবার স্লিপার ভলভো
রাজ্য পরিবহণ ব্যবস্থায় এই প্রথম NBSTC সরকারি ভাবে স্লিপার ভলভো বাস নামাচ্ছে রাস্তায়। ১১ কোটি ৩৬ লক্ষ টাকার ব্যয়ে কেনা হয়েছে ৬টি বাস। শুক্রবার ভোরেই নতুন বাসগুলো এসে পৌঁছবে কোচবিহার সেন্ট্রাল টার্মিনাসে। উদ্বোধনের সময়ে কোচবিহারেও একটি ছোট অনুষ্ঠান হবে বলে জানা গেছে।

আরও পড়ুন

কোন রুটে চলবে বাসগুলো
NBSTC সূত্রের খবর, এই ৬টি বাস পুরোপুরি চলাচলের উপযোগী করতে আরও দেড় মাস সময় লাগবে। একটি বাস কোচবিহার থেকে, একটি বাস আলিপুরদুয়ার থেকে আর চারটি বাস শিলিগুড়ি থেকে কলকাতা হয়ে দিঘা পর্যন্ত যাবে। পরিষেবা শুরু করতে চলেছে। প্রতিটি বাসে রয়েছে ৪০টি স্লিপার বার্থ। ফলে দীর্ঘ যাত্রায় আরাম করেই পৌঁছনো যাবে দিঘায়। NBSTC মনে করছে, মার্চ মাস নাগাদ বাসগুলি রাস্তায় নেমে যাবে।

 

Read more!
Advertisement
Advertisement