
কাল, বুধবার বর্ষবরণের রাত। যার জেরে, শুরু থেকেই মেট্রোর নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো হচ্ছে বলে জানাচ্ছেন কর্তৃপক্ষ। যে জন্য স্টেশনে মোতায়েন থাকছেন বেশি সংখ্যক আর পি এফ কর্মী। এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন, দমদম ও দক্ষিণেশ্বর-সহ একাধিক গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনে নিরাপত্তা জোরদার করা হবে।
যাত্রী চলাচল নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত আরপিএফ (রেলওয়ে প্রোটেকশন ফোর্স) কর্মী মোতায়েন করা হবে। বিশেষত পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে মহিলা ও শিশু যাত্রীদের সুবিধার্থে পর্যাপ্ত মহিলা আরপিএফ অফিসার ও কর্মী রাখা হবে।
যেকোনও জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য পার্ক স্ট্রিট, ময়দান ও এসপ্ল্যানেড স্টেশনে বিশেষ স্ট্যান্ডবাই ফোর্স মোতায়েন থাকবে। পাশাপাশি এই তিনটি স্টেশনে একটি করে কুইক রেসপন্স টিম (QRT) প্রস্তুত রাখা হবে, যাতে প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
সেন্ট্রাল কন্ট্রোলে অতিরিক্ত কর্মী মোতায়েন করে রিয়েল-টাইম ভিত্তিতে সিসিটিভি নজরদারি আরও জোরদার করা হবে। পার্ক স্ট্রিট স্টেশনে যাত্রী ভিড় নিয়ন্ত্রণের জন্য সারি ব্যবস্থাপক, লাউড হেলার, দড়ি ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে ডগ স্কোয়াডের সাহায্যে নাশকতা-বিরোধী তল্লাশিও চালানো হবে।
এছাড়াও পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে একজন অফিসার ও চারজন কর্মী নিয়ে গঠিত একটি বিশেষ দল মোতায়েন থাকবে। যাত্রীদের সঠিক দিশানির্দেশ, সাহায্য ও সহযোগিতা দিতে পার্ক স্ট্রিট, ময়দান ও এসপ্ল্যানেড স্টেশনে পর্যাপ্ত সংখ্যক আরপিএফ কর্মী থাকবেন।
পাশাপাশি, মেট্রোর বিজ্ঞপ্তি অনুযায়ী দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম রুটে বাড়তি ৮টি মেট্রো চালানো হবে। আপ লাইনে ৪টি ও ডাউন লাইনে ৪টি মেট্রো চলবে রাতের বেলা। দমদম থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আরও একটি অতিরিক্ত মেট্রো চলবে।