ঘোরার জায়গা হিসেবে উত্তরবঙ্গ সব সময় বাঙালির অগ্রাধিকারের তালিকায়। রিসর্ট, হোটেল, হোম-স্টের খরচ যত, তার চেয়ে বেশি খরচ যাতায়াতের। শিলিগুড়িতে বা এনজেপি স্টেশনে নেমে যে কোনও জায়গায় যেতে এবং আসতে মোটামুটি ৭ থেকে ৮ হাজার টাকা খরচ হয়। আর গাড়ি নিয়ে কয়েকদিন ঘুরলে তো কথাই নেই, চড়চড় করে দাম বাড়তে থাকে।