Advertisement

Old vs New Tax Regime: নিউ না ওল্ড রেজিম? আয়কর রিটার্ন জমার আগে এই হিসাবটা করে নিন

ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার ক্ষেত্রে এখন একটাই সমস্যা। ওল্ড রেজিম না নিউ রেজিম? কোনটা নিলে বেশি লাভ হবে? তারই উত্তর পাবেন bangla.aajtak.in-এর আজকের প্রতিবেদনে।

কর দেওয়ার আগে এই প্রতিবেদনটি অবশ্যই পড়ুন।কর দেওয়ার আগে এই প্রতিবেদনটি অবশ্যই পড়ুন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Jul 2025,
  • अपडेटेड 3:12 PM IST
  • ওল্ড রেজিম না নিউ রেজিম?
  • কোনটা নিলে বেশি লাভ হবে?
  • বিশ্লেষকরা বলছেন, আজকাল অনেকে না বুঝেই নিউ ট্যাক্স রেজিম নিয়ে ফেলছেন।

ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার ক্ষেত্রে এখন একটাই সমস্যা। ওল্ড রেজিম না নিউ রেজিম? কোনটা নিলে বেশি লাভ হবে? তারই উত্তর পাবেন bangla.aajtak.in-এর আজকের প্রতিবেদনে। বিশ্লেষকরা বলছেন, আজকাল অনেকে না বুঝেই নিউ ট্যাক্স রেজিম নিয়ে ফেলছেন। কিন্তু এতে আদতে তাঁদের কিছুটা লোকসানই হতে পারে। অনেকেই ভাবেন, নতুন কর কাঠামোয় নাকি ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর নেই। কিন্তু এই নিয়ম এখনই নয়, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হবে। তাই এই অর্থবর্ষে (২০২৪-২৫) ফাইল করতে গেলে সেই সুবিধা পাবেন না। বরং যাঁদের বেতন, ইনভেস্টমেন্ট, ইনস্যুরেন্স কিংবা হাউসিং লোন আছে, তাঁদের পুরনো রেজিমেই অনেক বেশি লাভ হতে পারে।

কোনটায় লাভ বেশি?
ধরা যাক আপনার মোট আয় ১৫ লক্ষ টাকা। সেক্ষেত্রে যদি আপনি প্রায় ৪ লক্ষ টাকার করছাড়ের(লোন, ট্যাক্স-সেভিং বিনিয়োগ) হিসাব দেখাতে পারেন, তা হলে আপনার জন্য পুরনো রেজিমই শ্রেয়। আবার, যদি আপনার আয় ২০ লক্ষ টাকা বা তার বেশিও হয়, সেক্ষেত্রে ৪.৫ লক্ষ টাকার করছাড়(লোন, ট্যাক্স-সেভিং বিনিয়োগ) থাকলে পুরনো কর কাঠামোতেই লাভ বেশি।

৭ থেকে ১০ লক্ষ টাকার মধ্যেও যদি ৩ লক্ষ টাকার ছাড় দেখাতে পারেন, সেক্ষেত্রে পুরনো রেজিমই ভাল।

বিশেষজ্ঞদের মতে, বেশির ভাগ বেতনভোগী করদাতারাই এই ছাড় অনায়াসেই পেয়ে যান। 80C ধারায় ১.৫ লক্ষ টাকা, 80D-তে স্বাস্থ্যবিমা, 24B-তে হোম লোনের সুদ, বাড়িভাড়ায় ছাড় পাবেন। সঙ্গে ৫০ হাজার টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন। সব মিলিয়ে ট্যাক্স সেভিংস অনেকটাই হয়ে যায়। 

নিজেরটা নিজেই চেক করুন
নতুন রেজিমে করের হার কমানো হলেও, সেখানে প্রায় সব ছাড়ই বাদ পড়ে যায়। শুধু ৫০ হাজার টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশনই থাকছে। তাই যাঁরা কোনও ইনভেস্টমেন্ট করেন না বা ভাড়া দেন না, তাঁদের জন্য নতুন রেজিম উপযোগী। কিন্তু যাঁরা ইনভেস্ট করেন বা কোনও হাউসিং এক্সপেন্ডেচার দেখাতে পারেন, তাঁদের জন্য পুরনো রেজিমেই বাঁচবে টাকা।

অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হল, নতুন রেজিম এখন ডিফল্ট অপশন, অর্থাৎ আলাদা করে আপনি কিছু না করলে সেটাই ধরে নেওয়া হবে। ফলে বহু মানুষ পুরনো রেজিমের অঙ্ক না বুঝেই বেশি কর দিয়ে ফেলছেন।

Advertisement

কর জমা দেওয়ার আগে কী করবেন?

  • আপনার জন্য কোন রেজিম সঠিক, সেটা আগে বেছে নিন

  • কোন কোন ক্ষেত্রে ট্যাক্স রিলিফ পাবেন, তার হিসাব করে নিন

  • অনলাইনে বিভিন্ন ট্যাক্স ক্যালকুলেটর আছে। সেখানে হিসাব করে দেখুন কোন রেজিম সস্তা পড়ছে।

  • যদি পুরনো রেজিমেই বেশি সুবিধা থাকে, তাহলে সেটাই বেছে নিন।

  •  দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন।

    Read more!
    Advertisement
    Advertisement