Advertisement

দিঘায় জগন্নাথ মন্দির থেকে সরাসরি ভোগ পৌঁছে যাবে হোটেলে, কীভাবে অর্ডার?

মহাপ্রসাদ পেতে হলে যে মন্দিরে যেতেই হবে, এমন কোনও বাধ্যবাধকতা কিন্তু নেই। কারণ খোদ দিঘার হোটেলেই প্রসাদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে মন্দির কর্তৃপক্ষ।

দিঘায় জগন্নাথ মন্দির থেকে সরাসরি ভোগ পৌঁছে যাবে হোটেলেদিঘায় জগন্নাথ মন্দির থেকে সরাসরি ভোগ পৌঁছে যাবে হোটেলে
কিশোর শীল
  • দিঘা,
  • 02 Jan 2026,
  • अपडेटेड 1:00 PM IST
  • ২৫ ডিসেম্বরের পর থেকে ১ জানুয়ারি পর্যন্ত রেকর্ড ভিড় হয়েছে দিঘা ও জগন্নাথ মন্দিরে।
  • দিঘার হোটেলেই প্রসাদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে মন্দির কর্তৃপক্ষ।
  • কত টাকা অতিরিক্ত দিতে হবে? জেনে নিন

মাত্র আট মাসের মধ্যই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে দিঘার জগন্নাথ মন্দির। লাফিয়ে লাফিয়ে বাড়ছে দর্শক। শীতকালে ভিড় আরও বেশি। ২৫ ডিসেম্বরের পর থেকে ১ জানুয়ারি পর্যন্ত রেকর্ড ভিড় হয়েছে দিঘা ও জগন্নাথ মন্দিরে। তবে ভক্তরা অনেকেই জানেন না কী ভাবে জগন্নাথ দেবের প্রসাদ পাওয়া যেতে পারে। অনেকেই ভোগ খাওয়ার জন্য মন্দিরে যাচ্ছেন। তবে মহাপ্রসাদ পেতে হলে যে মন্দিরে যেতেই হবে, এমন কোনও বাধ্যবাধকতা কিন্তু নেই। কারণ খোদ দিঘার হোটেলেই প্রসাদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে মন্দির কর্তৃপক্ষ।

কী ভাবে হোটেলে বসে জগন্নাথ মন্দিরের ভোগ-প্রসাদ পাবেন?

দিঘার জগন্নাথ মন্দিরের পাবলিক রিলেশন ম্যানেজার সুশান্ত বোস এ প্রসঙ্গে bangla.aajtak.in -কে জানান, "মন্দির থেকে দুপুর ও রাতের জন্য ভোগ প্রসাদ দেওয়ার ব্যবস্থা রয়েছে। দু'রকম অন্ন প্রসাদ দেওয়া হয়, একটি স্পেশাল ও একটি সাধারণ। এরমধ্যে সাধারণ অন্ন প্রসাদের দক্ষিণা রয়েছে ১০০ টাকা।  স্পেশাল অন্ন প্রসাদের দক্ষিণা রয়েছে ১৫০ টাকা। সাধারণ ভোগে অন্ন-সহ থাকে চার রকম খাবারের আইটেম ও স্পেশাল অন্নভোগে অন্ন-সহ থাকে ৮ রকমের আইটেম।"

ডেলিভারি চার্জ কত রয়েছে?

তিনি জানান, "দিঘা জগন্নাথ মন্দিরের প্রসাদ দুপুর ও রাতের জন্য ওল্ড দিঘা ও নিউ দিঘা দুই জায়গাতেই সমস্ত হোটেলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে। এরজন্য মাত্র, ১০ টাকা থেকে ১০০ টাকা চার্জ ধরা রয়েছে। প্রতি পার্সেলে ১০ টাকা চার্জ নেওয়া হয়। তবে মাত্র একটি পার্সেল অর্ডার করলে ২০ টাকা চার্জ নেওয়া হয়ে থাকে। অন্যদিকে সর্বাধিক ১০০ টাকা ডেলিভারি চার্জ নেওয়া হয়।"

কখন খাবার অর্ডার করতে হবে?

দুপুরের ভোগ প্রসাদ পেতে হলে সকাল ১০টার মধ্যে বুকিং করতে হবে। আর রাতের প্রসাদ নিতে হলে সন্ধ্যা ৬টার মধ্যে বুকিং করতে হবে। দুপুরের প্রসাদ বেলা দেড়টার পর থেকে ডেলিভারি করা শুরু হয়। আবার রাতের প্রসাদ ডেলিভারি করা শুরু হয় রাত ৮টা থেকে।

Advertisement

কী ভাবে অর্ডার করবেন?

দিঘা মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, 9059052550 নম্বরে ফোন করে মহাপ্রসাদের জন্য বুকিং করা যেতে পারে। সরাসরি মন্দিরের তরফে ভোগপ্রসাদ হোটেলে পৌঁছে দেওয়া হবে।

Read more!
Advertisement
Advertisement