Advertisement

WB OPD Ticket Booking Online: লম্বা লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই হাসপাতালের OPD-র টিকিট কাটুন; রইল পদ্ধতি

প্রতিদিন হাজার হাজার মানুষের শহরের নানা মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে (Medical College And Hosptal) ভিড় করেন ডাক্তার দেখানোর জন্য। বহু মানুষ আসেন জরুরি পরীক্ষা করাতে।

লম্বা লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই হাসপাতালের OPD-র টিকিট কাটুন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Jan 2023,
  • अपडेटेड 11:19 AM IST
  • রাজ্যের অধিকাংশ মানুষ সরকারি হাসপাতালের উপরেই নির্ভরশীল
  • বহু মানুষ আসেন জরুরি পরীক্ষা করাতে


নানা রোগের চিকিৎসার জন্য রাজ্যের রাজধানী কলকাতায় (Kolkata) আসতে হয় জেলার মানুষদের। কখনও কখন আগের দিন বের হতে হয় হাসপাতালে (Hospital)  পৌঁছনোর জন্য। উত্তরবঙ্গ থেকে আসতে হলে আগেরদিন সকালে বা রাতের ট্রেনে বা বাসে করে আসতে হয়। প্রতিদিন হাজার হাজার মানুষের শহরের নানা মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে (Medical College And Hosptal) ভিড় করেন ডাক্তার দেখানোর জন্য। বহু মানুষ আসেন জরুরি পরীক্ষা করাতে। হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া যায়। তাই এই রাজ্যের অধিকাংশ মানুষ সরকারি হাসপাতালের উপরেই নির্ভরশীল।

জেলা সদরগুলিতে সরকারি-বেসরকারি বড় হাসপাতাল বা মেডিকেল কলেজ থাকলেও বিশেষ কোনও রোগ বা পরীক্ষার জন্য বহু মানুষকে কলকাতায় আসতে হয়। তবে হাসপাতালে এসে পৌঁছলেই চট করে ডাক্তার দেখানো যায় না। কয়েক ঘণ্টা লাইনে দাঁড়ানোর পরে আউটডোর বিভাগে ডাক্তার দেখানোর টিকিট হাতে পান তাঁর পরিজনরা। এর পরে ফের লাইনে দাঁড়িয়ে ডাক্তার দেখানোর প্রতীক্ষা। কখন কখন সেটা ৪-৫ ঘণ্টা হয়, কখনও দিনভর লাইনে দাঁড়িয়ে অবশেষে চিকিৎসকের কাছে পৌঁছতে পারা যায়। আউটডোরের সামনে অনেক সময়েই খোলা আকাশের নীচে রাত কাটাতে হয় রোগী ও তাঁর পরিজনদের। শহরের বিভিন্ন হাসপাতালে ঘুরলেই এই ছবিটা দেখা যাবে। তবে উপায় একটা আছে।

আরও পড়ুন:PAN-Aadhaar Link Status: ৩১ মার্চ প্য়ান-আধার লিঙ্কের ডেডলাইন, আপনার করা আছে? জানুন এভাবে

ধরুন আপনি যদি SSKM হাসপাতালের OPD-র টিকিট বুকিং (SSKM Hospital OPD Ticket Booking) করতে চান, তাহলে কী করতে হবে তা নীচে জানানো হল।

Advertisement
  • প্রথমে, আপনাকে WB ডিপার্টমেন্ট অফ ফ্যামিলি অ্যান্ড হেলথ ওয়েলফেয়ারের অফিসিয়াল ওয়েবসাইট https://onlinehmis.wbhealth.gov.in/-তে যেতে হবে।
  • হোমপেজে নীচের দিকে আপনি 'OPD TICKET BOOKING' অপশনটি পাবেন।
  • এখন একটি নতুন পেজ খুলে যাবে
  • এখন আপনাকে আপনার মোবাইল নম্বরের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।
  • উপয়ুক্ত জায়গায় আপনার মোবাইল নম্বর দিয়ে ভেরিফাই করুন।
  • মোবাইলে একটা OTP আসবে, সেটা দিতে হবে।
  • পেজে একটা ফর্ম চলে আসবে।
  • ফর্মে নাম, লিঙ্গ, কোন হাসপাতালে দেখাতে চান, সেই হাসপাতালের নাম, জেলা, ঠিকানা ইত্যাদির মতো সমস্ত বিবরণ লিখুন।
  • এর পর সাবমিট বাটনে ক্লিক করুন।
  • এখন আপনি আপনার অনলাইন OPD SSKM হাসপাতাল ফর্ম দেখতে পারেন।
  • এবার ফর্মটি ডাউনলোড করতে পারেন এবং হাসপাতালে যাওয়ার আগে একটি প্রিন্টআউট করে নিতে পারেন।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement