শুরু হয়ে গেছে উৎসবের মরসুম (Festive Season)। সামনেই বাঙালির শ্রেষ্ঠ পার্বণ দুর্গা পুজো (Durga Puja 2022)। এরপর লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা। আর উৎসব মানেই খাওয়া- দাওয়া, আড্ডা, ঘুরতে যাওয়ার পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেনাকাটা (Shopping)। বর্তমানে ব্যস্তবহুল জীবনে দোকানে বা শপিং মলে গিয়ে কেনাকাটা করা অনেকের পক্ষেই সম্ভব হয় না। এজন্যে ভরসা ই-কমার্স সংস্থাগুলি (E- Commerce Company)। কয়েক মিনিটের মধ্যেই মন পসন্দ জিনিসের অর্ডার দেওয়া সম্ভব এবং কোনও ঝামেলা ছাড়াই না এসে যাবে আপনার বাড়িতে।
তবে উৎসবের আগে যে শুধুই জামা- কাপড়, সাজগোজের জিনিসই কেনাকাটা থাকে তা নয়। গৃহস্থালির প্রয়োজনীয় আরও রকমারি জিনিস কেনাকাটা করতে হয়। সে তালিকায় থাকে বেশ কিছু শখ পূরণের জিনিসও। তবে পুজোর আগে এত কেনাকাটা করতে গিয়ে, 'ভাঁড়ে মা ভবানী' দশা হতে পারে। পকেটে টান পড়বে, এই নিয়ে চিন্তা করছেন? তাহলে টেনশন বাদ দিন। কারণ এবারের পুজোর আগেই একাধিক ই- কমার্স সংস্থায় আসছে বাম্পার অফার (Bumper Offer)। এক নজরে দেখে নিন, কবে থেকে এবং কতদিন চলবে এই সেল।
ফ্লিপকার্ট (Flipkart)
জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ সেল (Flipkart Big Billion Days Sale 2022) শুরু হতে চলেছে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে। এই সেলের অপেক্ষায় থাকেন বহু মানুষ। এবছরের এই সেল চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। অন্যান্য বারের মতো ফ্লিপকার্টের প্লাস মেম্বাররা একদিন আগে থেকেই অর্থাৎ ২২ সেপ্টেম্বর থেকে এর সুবিধা নিতে পারবেন। সেই সঙ্গে আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank) এবং অ্যাক্সিস ব্যাঙ্কের (Axis Bank) সঙ্গে, বিগ বিলিয়ন ডেজ সেলে পার্টনারশিপ করেছে ফ্লিপকার্ট। এর ফলে গ্রাহকেরা এই ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে বাড়তি প্রায় ১০ শতাংশ ছাড় পেতে পারেন। এছাড়াও রয়েছে আরও অন্যান্য অফার।
আরও পড়ুন: ভাদ্রে রেঁধে আশ্বিনে খাওয়া! কেন হয় রান্না পুজো? জানুন খুঁটিনাটি
অ্যামাজন (Amazon)
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল (Amazon Great Indian Festival Sale) শুরু হবে আগামী ২৩ সেপ্টেম্বর ২০২২ থেকে। এই সেলের মাধ্যমে এসবিআই (SBI) কার্ড হোল্ডারদের তাৎক্ষণিক ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। উপরন্তু, গ্রাহকরা তাদের প্রথম কেনাকাটায় পুরো ১০ শতাংশ নগদে ফেরত পাবেন। এবারের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল স্পনসর করছে স্যামসাং এবং আইকিউও। তাই এই ব্র্যান্ডগুলির স্মার্টফোনে দুর্দান্ত অফার পাওয়ার সম্ভাবনা রয়েছে।
মিন্ত্রা (Myntra)
আরও এক জনপ্রিয় ই-কমার্স সংস্থা মিন্ত্রার বিগ ফ্যাশন ফেস্টিভ্যাল (Myntra Big Fashion) শুরু হচ্ছে ২৩ সেপ্টেম্বর থেকেই। সংস্থার তরফ থেকে দাবী করা হচ্ছে এটা ভারতের সবচেয়ে বড় ফ্যাশন ধমাকা হবে। যেখানে, কেনাকাটায় ৫০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন ক্রেতারা। সেই সঙ্গে সেলের প্রথম দিন থাকবে বাড়তি ১০ শতাংশ ছাড়।
আরও পড়ুন: পুজোর আগেই কলকাতা থেকে পর্যটন কেন্দ্রে যাওয়ার একাধিক বাস চালু করছে পরিবহণ দফতর
মিশো (Meesho)
মিশোতেও শুরু হচ্ছে মেগা ব্লকবাস্টার সেল (Meesho Blockbuster Sale)। যেখানে ফ্যাশন থেকে শুরু করে অন্যান্য রকমারি জিনিসে থাকবে বাম্পার সেল। আগামী ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সেল। ২৩ তারখ মধ্যরাত থেকে ২৭ তারিখ মধ্যরাত পর্যন্ত জমিয়ে কেনাকাটার সুযোগ পাবেন ক্রেতারা। প্রতি তিরিশ মিনিটে বদলাবে ছাড়ের শতাংশ এবং হবে নতুন চুক্তি।
নাইকা (Nykaa)
নাইকা ই-কমার্স কোম্পানিতেও চলছে সেল। একাধিক স্কিনকেয়ার ও বিউটি প্রোডাক্টে চলছে ব্যাপক ছাড়। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত নাইকাতে চলবে স্কিনকেয়ার ফ্ল্যাশ সেল (Skincare Flash Sale)। যেখানে ৪৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এছাড়াও আরও অন্যান্য সাজ- সজ্জার সরঞ্জামেও রয়েছে ব্যাপক ছাড়। ব্যান্ড বিশেষে সেল শেষের তারিখ ও ছাড়ের শতাংশ আলাদা রয়েছে।