
ভুয়ো বা নিষ্ক্রিয় রেশন কার্ড নিয়ে বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। ২০২৪-২৫ সালে দেশজুড়ে বাতিল করা হয়েছে ২.২৫ কোটির বেশি রেশন কার্ড। যে রাজ্যগুলি থেকে সবচেয়ে বেশি পরিমাণে রেশন কার্ড বাতিল করা হয়েছে এমন ১০টি রাজ্যেরও নাম প্রকাশ করেছে কেন্দ্র। সেই তালিকায় নাম রয়েছে পশ্চিমবঙ্গেরও।
এদিন সংসদে এক সাংসদের করা প্রশ্নের উত্তরে ভোক্তা বিষয়ক খাদ্য ও উপভোক্তা মন্ত্রকের তরফে জানানো হয়, সুষ্ঠ-পরিচ্ছন্ন রেশন ব্যবস্থার লক্ষ্যে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা (PMGKAY) এর আওতায় থাকা ৮.৫১ কোটিরও বেশি রেশন গ্রাহককে ২০২৪ -২৫ সালের মধ্যে যাচাইয়ের জন্য চিহ্নিত করা হয়েছিল। সেই সময়ই মেগা ভেরিফিকেশন অভিযানের পর দেশজুড়ে বাদ পড়েছে ২.২৫ কোটি রেশন কার্ড।
ভোক্তা বিষয়ক খাদ্য ও উপভোক্তা মন্ত্রকের প্রতিমন্ত্রী নিমুবেন জয়ন্তীভাই বাম্বানিয়া সংসদে জানান, সিবিডিটি, এমওআরটিএইচ, এমসিএ এবং সিবিআইসি সহ একাধিক সরকারি ডাটাবেসে ডেটা বিশ্লেষণ করে এবং গ্রাহকদের রেকর্ডের ক্রস ম্যাচিং করে এই মেগা অভিযান চালানো হয়। রেশন কার্ড বাতিল করার ক্ষেত্রে কয়েকটি বিষয়ের দিকে লক্ষ্য রাখা হয়েছিল। যে যে ধরনের রেশন কার্ড বাতিল করা হয়েছে, সেই তালিকায় রয়েছে-
যে ১০টি রাজ্য থেকে সবচেয়ে বেশি পরিমাণে রেশন কার্ড বাতিল করা হয়েছে, সেগুলির তালিকাও সংসদে প্রকাশ করা হয়েছে। সেই তালিকা দেখে নেওয়া যাক।
বিহার- ১৬ লক্ষ ৮৬ হাজার ২৬৬ রেশন কার্ড বাতিল হয়েছে ২০২৪ সালে। এরপর এখন পর্যন্ত ২০২৫ সালে বাতিল হয়েছে ১ লক্ষ ৪৯ হাজার রেশন কার্ড।
হরিয়ানা- এখন পর্যন্ত বাতিল হয়েছে ১৩ লক্ষ ৪৩ হাজার ৪৭৪ রেশন কার্ড।
উত্তরপ্রদেশ- ২০২৪ সালে বাতিল হয়েছে ৮ লক্ষ ৪১ হাজার রেশন কার্ড। ২০২৫ সালে প্রায় ৬ লক্ষ রেশন কার্ড বাতিল করা হয়েছে
পশ্চিমবঙ্গ - ২০২৪ সাল পর্যন্ত প্রায় ৫ লক্ষ রেশন কার্ড বাতিল হয়েছে।
মধ্যপ্রদেশ- ২০২৪ সাল পর্যন্ত বাতিল হয়েছে ৭.০৪ লক্ষ রেশন কার্ড। ২০২৫ সাল পর্যন্ত বাতিল হয়েছে ২.৬০ লক্ষ রেশন কার্ড।
এছাড়াও, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, ছত্তিশগড়, রাজস্থান এবং তামিলনাড়ুর মতো রাজ্যগুলিতেও গত কয়েক বছরে লক্ষ লক্ষ রেশন কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে।