
আপনার প্যান কার্ড কি ১ অক্টোবর, ২০২৪-এর আগে ইস্যু করা? যদি হয়ে থাকে এবং এখনও তা আধারের সঙ্গে লিঙ্ক না করা থাকে, তাহলে বড় সমস্যায় পড়তে পারেন। কারণ আজ, ৩১ ডিসেম্বর, প্যান–আধার লিঙ্ক করার শেষ তারিখ। নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজ না করলে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় (ইনঅ্যাকটিভ) হয়ে যেতে পারে।
কাদের জন্য বাধ্যতামূলক?
সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) জানিয়েছে, যেসব প্যান কার্ড ১ অক্টোবর, ২০২৪-এর আগে আধার নম্বর ব্যবহার না করে ইস্যু করা হয়েছে, সেই সব কার্ডধারীদের জন্য প্যান-আধার লিঙ্ক করা বাধ্যতামূলক।
আয়কর বিভাগ ২০২৫ সালের ৩ এপ্রিল জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়েছে-এই ধরনের প্যান কার্ডধারীদের ৩১ ডিসেম্বরের মধ্যেই প্যান-আধার লিঙ্কিং সম্পন্ন করতে হবে।
১ জানুয়ারি থেকেই প্যান অকেজো!
আজকের মধ্যে প্যান-আধার লিঙ্ক না করলে ১ জানুয়ারি, ২০২৬ থেকে সংশ্লিষ্ট প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। তখন-
কোনও আর্থিক লেনদেনে প্যান ব্যবহার করা যাবে না
ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ঋণ নেওয়া, আইটিআর দাখিল-সবই আটকে যেতে পারে
আয়কর আইনের ধারা ২৭২বি অনুযায়ী নিষ্ক্রিয় প্যান ব্যবহার করা আইনত অপরাধ এবং এর জন্য ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
কী কী সমস্যায় পড়তে পারেন?
প্যান নিষ্ক্রিয় হলে
KYC সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে
মিউচুয়াল ফান্ড ও শেয়ার বাজারে লেনদেন বন্ধ হতে পারে
ব্রোকার বা আর্থিক সংস্থার পরিষেবা স্থগিত হতে পারে
টিডিএস বেশি কাটা এবং রিফান্ড পেতে দেরি হতে পারে
মাত্র ৫ মিনিটে ৫ ধাপে প্যান-আধার লিঙ্ক করুন
১. www.incometax.gov.in
ওয়েবসাইটে যান
২. Quick Links থেকে Link Aadhaar অপশনে ক্লিক করুন
৩. প্যান নম্বর, আধার নম্বর ও মোবাইল নম্বর লিখুন
৪. ‘I validate my Aadhaar details’ অপশনটি নির্বাচন করুন
৫. মোবাইলে আসা OTP বসিয়ে Validate ক্লিক করুন
এই প্রক্রিয়া সম্পন্ন হলেই আপনার প্যান আধারের সঙ্গে সফলভাবে লিঙ্ক হয়ে যাবে।