Advertisement

UTS App Benefits : আর লাইন নয়, এই অ্যাপের সাহায্যে নিমেষে বুক করুন প্ল্যাটফর্ম ও অসংরক্ষিত টিকিট

এই অ্যাপের সবচেয়ে বড় সুবিধা হল, লাইনে না দাঁড়িয়ে ও অতিরিক্ত সময় খরচ না করেও পাওয়া যায় টিকিট। অ্যাপ থেকে বুক করা টিকিট অফলাইনেও টিটিই-কে দেখানো যায়। এখানে সম্পূর্ণভাবে ক্যাশলেস ট্রানজাকশন সম্ভব। অ্যাপটি ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই, ডেবিট-ক্রেডিট কার্ড, ওয়ালেটের মতো সমস্ত পেমেন্ট মোডকে সাপোর্ট করে। 

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 24 Aug 2022,
  • अपडेटेड 9:00 AM IST
  • সহজে বুক করুন প্ল্যাটফর্ম টিকিট
  • রয়েছে আরও সুবিধা
  • জেনে নিন এই অ্যাপ সম্পর্কে

প্রিয়জনকে ট্রেনে তুলতে গিয়ে প্ল্যাটফর্ম টিকিট টাকার সময় যদি দেখেন কাউন্টারে লম্বা লাইন তাহলে তা রীতিমতো সমস্যার হয়ে ওঠে। তারমধ্যে যদি ট্রেন ছাড়ার সময় এগিয়ে আসে তাহলে উদ্বেগ আরও বেড়ে যায়। এছাড়া কখনও কখনও রিজার্ভেশন ছাড়া ভ্রমণ করতে গেলে টিকিট কাটার ক্ষেত্রেও অনেকটা সময় ব্য়য় হয়। তবে এই সমস্ত সমস্যার সমাধানই লুকিয়ে রয়েছে রেলের ইউটিএস অ্যাপে। এই অ্যাপের মাধ্যমে প্ল্যাটফর্ম হোক বা অংসরক্ষিত টিকিট, কাটা যায় সহজেই। এছাড়া সিজন টিকিট বুকিং বা তার রিনিউয়ালও করা যায়। অ্যান্ড্রয়েড ও আইওএস, দুটি সিস্টেমেই পাওয়া যায় UTS অ্যাপ। এই অ্যাপটি বানিয়েছে CRIS। 

UTS অ্যাপের সুবিধা
এই অ্যাপের সবচেয়ে বড় সুবিধা হল, লাইনে না দাঁড়িয়ে ও অতিরিক্ত সময় খরচ না করেও পাওয়া যায় টিকিট। অ্যাপ থেকে বুক করা টিকিট অফলাইনেও টিটিই-কে দেখানো যায়। এখানে সম্পূর্ণভাবে ক্যাশলেস ট্রানজাকশন সম্ভব। অ্যাপটি ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই, ডেবিট-ক্রেডিট কার্ড, ওয়ালেটের মতো সমস্ত পেমেন্ট মোডকে সাপোর্ট করে। 

UTS App

টিকিট বুক করার আগে...
অ্যাপটিতে ৫ ধরনের টিকিট বুকিংয়ের সুবিধা পাওয়া যায়। নর্মাল বুকিং, ক্যুইক বুকিং, প্ল্যাটফর্ম বুকিং, সিজনল বুকিং এবং কিউআর বুকিং। কিউআর বুকিংয়ের জন্য, কিউআৎ কোডগুলি বিভিন্ন রেলস্টেশনের বাইরে ইনস্টল করা থাকে, যা স্ক্যান করে টিকিট বুক করা যায়। অ্যাপটি ডাউনলোড করার পরে, কোনও বুকিং করার আগে রেজিস্ট্রেশন করতে হবে। ডিটেলস সাবমিট করে লগইন করুন। যে কোনও ধরনের বুকিংয়ের সময় কনফার্ম টিকিট পেতে অবশ্যই R-Wallet-এ টিকিটের মূল্যের ব্যালেন্স রাখতে হবে। 

আরও পড়ুন

টিকিট বুকিং করার জন্য...
অসংরক্ষিত টিকিট বুক করার একটি শর্ত হল সেটি যাত্রার দিনেই বুক করা যেতে পারে। এই অ্যাপে অগ্রিম টিকিট বুক করার কোনও সুবিধা নেই। যদি জিপিএস লোকেশন চালু না থাকে তাহলে সেটি চালু করুন, না হলে টিকিট বুক করা হবে না। অসংরক্ষিত টিকিট বুক করতে, ক্যুইক বুকিং-এ যান এবং বুক টিকিট সিলেক্ট করুন। এরপরে, তালিকা থেকে পছন্দের রুটটি নির্বাচন করুন। প্রোফাইল থেকে পছন্দের রুটের তালিকা অ্যাড করা যাবে। প্ল্যাটফর্ম টিকিট বা অসংরক্ষিত টিকিট বুক করার সময়, মোবাইলটি রেলওয়ে স্টেশনের ২-৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বা রেলপথ থেকে ১৫-২৫ মিটারের মধ্যে থাকা উচিত। অর্থাৎ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে টিকিট বুক করার চেষ্টা করলে তা হবে না।  

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement