Advertisement

Petrol Metre Stealing: পেট্রলের মিটার শূন্য মানেই সেফ নয়, তেল চুরির আরও ট্রিক আছে; জানা জরুরি

Petrol Metre Stealing: সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি পেট্রোল পাম্পে প্রতারণার নানা ভিডিও ছড়িয়েছে। সেখানে স্পষ্ট বলা হচ্ছে, মিটার শূন্য দেখার পাশাপাশি ডেন্সিটি মিটার অবশ্যই দেখা প্রয়োজন। জ্বালানির বিশুদ্ধতা বিচার করার নির্দিষ্ট মানদণ্ডই এই ডেন্সিটি। ঠিক ঘনত্ব না হলে মিলावटের সন্দেহ থাকে। তাতে গাড়ির ইঞ্জিনও ক্ষতিগ্রস্ত হতে পারে।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 18 Nov 2025,
  • अपडेटेड 1:01 AM IST

Petrol Metre Stealing: পেট্রোল পাম্পে গাড়িতে জ্বালানি ভরাতে গেলেই কর্মীরা প্রথমেই বলেন, মিটারে শূন্য দেখুন। অনেকেই এতে নিশ্চিন্ত হয়ে যান। কিন্তু বিশেষজ্ঞদের মতে, আসল সতর্কতার জায়গা অন্যত্র। কারণ শূন্য দেখিয়ে শুরু করা হলেও জ্বালানির মান ও পরিমাণ নিয়ে কারচুপি হতে পারে ডেন্সিটি মিটার বা অন্য পদ্ধতির মাধ্যমে।

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি পেট্রোল পাম্পে প্রতারণার নানা ভিডিও ছড়িয়েছে। সেখানে স্পষ্ট বলা হচ্ছে, মিটার শূন্য দেখার পাশাপাশি ডেন্সিটি মিটার অবশ্যই দেখা প্রয়োজন। জ্বালানির বিশুদ্ধতা বিচার করার নির্দিষ্ট মানদণ্ডই এই ডেন্সিটি। ঠিক ঘনত্ব না হলে মিলावटের সন্দেহ থাকে। তাতে গাড়ির ইঞ্জিনও ক্ষতিগ্রস্ত হতে পারে।

পেট্রোলের ঘনত্ব সাধারণত ৭৩০ থেকে ৮০০ কিলোগ্রাম প্রতি ঘন মিটার হওয়া উচিত। ডीजেলের ক্ষেত্রে তা ৮৩০ থেকে ৯০০ কিলোগ্রাম। যদি এর চেয়ে বেশি বা কম হয়, তা হলে জ্বালানিতে অন্য কিছু মেশানোর সম্ভাবনা থেকেই যায়। ডেন্সিটি মিটারে কারচুপি করেও গ্রাহকের সঙ্গে প্রতারণা করা সম্ভব বলে অভিযোগ উঠেছে। তাই জ্বালানি ভরানোর আগে এটি পরীক্ষা করে নেওয়া জরুরি।

আরও পড়ুন

অনেকে শুধু ডিসপেনসারের মিটার দেখেই নিশ্চিন্ত হন। কিন্তু কর্মীরা শূন্য দেখানোর পরেও বহু সময় মিটার সরাসরি ১০ বা তার বেশি সংখ্যায় চলে যেতে পারে। এমন হলে বোঝা যায় কোথাও না কোথাও গোলমাল রয়েছে।

জ্বালানির বিশুদ্ধতা যাচাইয়ের জন্য পেট্রোল পাম্পে ফিল্টার পেপার পরীক্ষার ব্যবস্থাও থাকে। কয়েক ফোঁটা জ্বালানি ফেলে দু’মিনিট অপেক্ষা করলেই দাগ পড়ে কি না, তা দেখে মিলावटের ধারণা পাওয়া যায়। দাগ পড়লে জ্বালানি বিশুদ্ধ নয়।

বিশেষজ্ঞরা বলছেন, ডেন্সিটি রেঞ্জ কর্মীদের কাছ থেকে জেনে নেওয়া, মিটার ঠিকভাবে চলছে কি না দেখা, এবং প্রয়োজনে ফিল্টার পেপার টেস্ট করা—এই কয়েকটি সহজ নিয়ম মানলেই প্রতারণা থেকে অনেকটাই সুরক্ষিত থাকা সম্ভব। এতে গাড়িরও দীর্ঘমেয়াদি ক্ষতি এড়ানো যায়।

Read more!
Advertisement
Advertisement