Advertisement

UPI-তে জুড়ে যাচ্ছে PF, ATM থেকে তোলা যাবে টাকা, কবে থেকে?

UPI ও ATM-এর সঙ্গে PF লিঙ্ক করার জন্য সম্পূর্ণ প্রক্রিয়া তৈরি রয়েছে। কর্মচারীরা সরাসরি ATM থেকে তাদের PF এর টাকা তুলতে পারবেন।

 পাবলিক প্রভিডেন্ট ফান্ড পাবলিক প্রভিডেন্ট ফান্ড
Aajtak Bangla
  • দিল্লি,
  • 17 Dec 2025,
  • अपडेटेड 1:41 PM IST
  • পিএফ থেকে টাকা তোলার ক্ষেত্রে এখনও বহু মানুষ সমস্যার মধ্যে পড়েন।
  • কিন্তু সরকার এই নিয়ম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে।
  • সাধারণ মানুষ মাত্র একটি ক্লিকেই তাদের PF-এর টাকা তুলতে পারবেন।

PF থেকে টাকা তোলা মোটেই সহজ কাজ নয়। EPFO ওয়েবসাইটে গিয়ে বা অ্যাপের মাধ্যমে নানা তথ্য ফিলআপ করে তবেই PF-এর টাকা তোলা যায়। বিষয়টি আমজনতার জন্য, বিশেষ করে যারা প্রযুক্তিগত বিষয়ে খুব বেশি সচেতন না, তাঁদের জন্য অত্যন্ত ঝকমারি। খোদ কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া স্বীকার করে নিয়েছেন, পিএফ থেকে টাকা তোলার ক্ষেত্রে এখনও বহু মানুষ সমস্যার মধ্যে পড়েন। কিন্তু সরকার এই নিয়ম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। এখন সাধারণ মানুষ মাত্র একটি ক্লিকেই তাদের PF-এর টাকা তুলতে পারবেন।

মনসুখ মান্ডাভিয়া জানান, PF থেকে টাকা তোলার প্রক্রিয়া শীঘ্রই অনেক সহজ হয়ে যাবে। তিনি বলেন, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে UPI এবং ATM-এর মাধ্যমে PF অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা তোলার সুবিধা চালু হবে। এই নতুন ব্যবস্থার মাধ্যমে PF তোলার প্রক্রিয়া ব্যাঙ্ক থেকে টাকা উত্তোলনের মতোই সহজ হয়ে যাবে।

সরকার জানিয়েছে, UPI ও ATM-এর সঙ্গে PF লিঙ্ক করার জন্য সম্পূর্ণ প্রক্রিয়া তৈরি রয়েছে। কর্মচারীরা সরাসরি ATM থেকে তাদের PF এর টাকা তুলতে পারবেন। কেন্দ্র জানিয়েছে, PF অ্যাকাউন্টগুলিকে ইতিমধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার এবং UAN-এর সঙ্গে যুক্ত করা হয়েছে। এবার EPFO ​টাকা তোলার ক্ষেত্রে ডেবিট কার্ড এবং ATM-এর অপশনও জুড়ে দেওয়া হবে। ফলে কর্মীরা প্রয়োজনে যে কোনও সময় তাঁদের PF ফান্ডের ৭৫ শতাংশ টাকা তুলতে পারবেন।

শ্রম মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, UPI এবং ATM-এর মাধ্যমে সরাসরি PF অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সুবিধা ২০২৬ সালের মার্চ মাসের আগেই চালু করা হবে। এর প্রস্তুতি এখন দ্রুত গতিতে চলছে। PF অ্যাকাউন্ট হোল্ডাররা এখন এক ক্লিকেই এই সুবিধা পাওয়া যাবে।

ATM থেকে PF-এর টাকা কীভাবে তুলবেন?

বর্তমানে পিএফ অ্যাকাউন্টকে UPI-এর সঙ্গে লিঙ্ক করার কোনও অপশন নেই। EPFO ​​যখন এই ফিচার চালু করবে, তখন এটি একটি অনলাইন প্রক্রিয়ার সুবিধাও দেবে। আশা করা হচ্ছে, এই ফিচারটি EPFO-র পোর্টাল ও UMANG অ্যাপ উভয় ক্ষেত্রেই পাওয়া যাবে।

Advertisement

UPI থেকে কীভাবে টাকা তুলবেন?

UPI-এর সঙ্গে PF অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য একটি অ্যাক্টিভ UAN সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন। এছাড়াও, সদস্যের আধার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং প্যান UAN-এর সঙ্গে লিঙ্ক করা আবশ্যক। এছাড়াও, মোবাইল নম্বরটি, আধার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টও লিঙ্ক করা জরুরি। যদিও EPFO ​​এখনও এই প্রক্রিয়া সম্পর্কে কোনও নির্দেশিকা জারি করেনি। কিন্তু আশা করা হচ্ছে এই ফিচার চালু হলে UMANG অ্যাপ ও ওয়েবসাইটে UPI -এর একটি অপশন চালু হবে। এই অপশনে ক্লিক করার পর গ্রাহকে তাঁদের UPI Id দিতে হবে। এরপর GPay, PhonePe বা অন্য UPI অ্যাপ ব্যবহার করে টাকা তুলতে পারবেন।

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, বর্তমান নিয়ম অনুসারে PF হোল্ডাররা তাঁদের EPF ব্যালেন্সের ৭৫ শতাংশ অর্থ তাৎক্ষণিকভাবে তুলতে পারেন। বাকি ২৫ শতাংশ PF ব্যালেন্সে রেখে দেওয়া হয়। 

Read more!
Advertisement
Advertisement