আপনি নিশ্চয়ই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (Employees' Provident Fund Organisation) অর্থাৎ EPFO সম্পর্কে সচেতন? আর আপনি যদি চাকরি করেন, তাহলে বুঝতেই পারছেন কীভাবে আপনি PF-এর মাধ্যমে আর্থিক সাহায্য পেতে পারেন। নিয়ম অনুযায়ী, যেসব কোম্পানির কর্মীদের পিএফ কেটে নেওয়া হয়, তাঁদেরও সরকার সুদ (PF Interest) দেয়। আসলে, প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ পিএফ অ্যাকাউন্টে কর্মচারীর বেতন থেকে কেটে পিএফ অ্যাকাউন্টে (PF Account) জমা করা হয়। কিন্তু এখানে প্রশ্ন জাগে যে আপনি কি জানেন আপনার কোম্পানিও প্রতি মাসে আপনার পিএফ অ্যাকাউন্টে টাকা জমা করছে কি না?
সম্ভবত না, তাই আপনি চাইলে ঘরে বসেই জানতে পারবেন আপনার পিএফ অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা জমা (PF Balance Check) হচ্ছে কি না। তো চলুন জেনে নিই এর পদ্ধতি।
ঘরে বসেই এই সহজ উপায়ে জানতে পারবেন (Here's how to check your PF balance):