Advertisement

UPI ও ATM-এ মিলবে PF! অবসর সঞ্চয় নিয়ে নতুন দুশ্চিন্তা?

বর্তমানে PF তোলার প্রক্রিয়া বেশ জটিল। সেই জট কাটাতেই ডিজিটাল ব্যবস্থার দিকে হাঁটছে সরকার। কিন্তু বিশেষজ্ঞদের আশঙ্কা, অতিরিক্ত সহজলভ্য হলে PF-এর দীর্ঘমেয়াদি সঞ্চয় ভেঙে যাবে। দৈনন্দিন প্রয়োজন, এমনকি শপিংয়ের মতো ছোটখাটো খরচেও মানুষ PF থেকে টাকা তুলতে শুরু করতে পারেন।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 18 Dec 2025,
  • अपडेटेड 5:53 PM IST

২০২৬ সালের মার্চের মধ্যেই প্রভিডেন্ট ফান্ড (PF) তোলা আরও সহজ করতে বড় পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। পরিকল্পনা অনুযায়ী, EPFO অ্যাকাউন্টকে UPI ও ATM-এর সঙ্গে যুক্ত করা হবে। ফলে ব্যাঙ্কের মতোই মুহূর্তে টাকা তোলা যাবে PF থেকেও। তবে এই সুবিধা যতটা স্বস্তির, ততটাই উদ্বেগের। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

ভারতের বেশিরভাগ মানুষই অবসর জীবনের আর্থিক পরিকল্পনা নিয়ে তেমন সচেতন নন। বিশেষ করে বেসরকারি কর্মীদের বড় অংশ জানেনই না ভবিষ্যতে পেনশন কীভাবে চলবে। চাকরি হারানো, অসুস্থতা, সন্তানদের পড়াশোনা, বিয়ে কিংবা বাড়ি কেনার মতো পরিস্থিতিতে মধ্যবিত্তের শেষ ভরসা হয়ে ওঠে PF।

বর্তমানে PF তোলার প্রক্রিয়া বেশ জটিল। সেই জট কাটাতেই ডিজিটাল ব্যবস্থার দিকে হাঁটছে সরকার। কিন্তু বিশেষজ্ঞদের আশঙ্কা, অতিরিক্ত সহজলভ্য হলে PF-এর দীর্ঘমেয়াদি সঞ্চয় ভেঙে যাবে। দৈনন্দিন প্রয়োজন, এমনকি শপিংয়ের মতো ছোটখাটো খরচেও মানুষ PF থেকে টাকা তুলতে শুরু করতে পারেন।

আরও পড়ুন

পরিস্থিতি এমন হতে পারে যে, PF অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকা থাকুক বা ১০ হাজার, UPI-এর এক ক্লিকেই মুহূর্তে উধাও হয়ে যাবে সঞ্চয়। ২০ বছর ধরে টাকা জমিয়ে অবসর জীবনে পৌঁছে হাতে কিছুই না থাকার ঝুঁকি তৈরি হবে। সেই সঙ্গে PF-এর বর্তমান ৮.২৫ শতাংশ সুদের তুলনায় বেশি রিটার্নের আশায় অনেকে ঝুঁকিপূর্ণ মিউচুয়াল ফান্ড বা শেয়ার বাজারের দিকেও ঝুঁকতে পারেন।

পরিসংখ্যান বলছে, ২০২৪-২৫ অর্থবর্ষে EPFO-র সদস্য সংখ্যা প্রায় ৮ কোটি, মোট তহবিল প্রায় ২৫ লক্ষ কোটি টাকা। কর্মী ও নিয়োগকর্তা, দু’পক্ষই বেসিক বেতনের ১২ শতাংশ করে PF-এ জমা দেন। দেশে মোট সঞ্চয়ের হার ৩১ শতাংশ হলেও মাত্র ১০ শতাংশ মানুষ শেয়ার বাজারে বিনিয়োগ করেন। শহরে এই হার ১৫ শতাংশ, গ্রামে ৬ শতাংশ। এখনও ৬৯ শতাংশ মানুষ ব্যাঙ্কের FD-কেই সবচেয়ে নিরাপদ মনে করেন।

অন্যদিকে, অটল পেনশন যোজনায় সদস্য সংখ্যা ৮.৩৪ কোটি হলেও, দীর্ঘদিন টাকা জমিয়েও সর্বোচ্চ মাসিক পেনশন মাত্র ৫,০০০ টাকা। ফলে PF যদি সহজেই শেষ হয়ে যায়, ভবিষ্যতে অবসর জীবনে আর্থিক নিরাপত্তা বড় প্রশ্নের মুখে পড়বে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement