
আগামী এক মাসের মধ্যেই একাধিক নতুন নতুন সিনেমা-OTT সিরিজ লঞ্চ হতে চলেছে। সিনেপ্রেমী মানুষও রয়েছেন উৎসবের মোডে। সবসময় হলে গিয়ে টিকিট কেটে সিনেমা দেখা বা OTT সাবস্ক্রিপশন নেওয়াও সম্ভব নয়। এমন পরিস্থিতিতে অনেকেই পিকাশোর মতো অ্যাপ ব্যবহার করে নিজেদের উদ্দেশ্য পূরণ করেন। কিন্তু এবার সেই বিষয়ে সতর্ক করল সাইবার সিকিউরিটি সংস্থা।
স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ সংস্থা সাইবার দোস্ত I4C দাবি করেছে, বিনামূল্যে সিনেমা দেখার প্রলোভন যথেষ্ট বিপজ্জনক হতে পারে। সাইবার দোস্ত I4C-র তরফে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হয়েছে, কোনও ব্যক্তি ফ্রি-তে সিনেমা দেখার জন্য নিজের ডেটা এবং সিকিউরিটিকে যেন বিপদের মুখে না ফেলেন। এমনকি এভাবে সিনেমা দেখার বিষয়টিকে অপরাধ বলেও জানানো হয়েছে।
অ্যাপ ব্যবহারকারীদের সতর্ক করে সাইবার দোস্ত জানিয়েছে,যে অ্যাপগুলি পাইরেটেড সিনেমা দেয়, যেমন- যেমন পিকাশো,মোটেই সুরক্ষিত নয়। পোস্টটিতে দাবি করা হয়েছে, লক্ষ লক্ষ ব্যবহারকারী এমন কিছু অ্যাপ ব্যবহার করে তাঁদের নিজেদের ডেটাকেই বিপদের মুখে ফেলছেন।
এই অ্যাপগুলিতে কীভাবে বিপদ লুকিয়ে আছে?
সাইবার দোস্ত I4C-র পোস্টে বলা হয়েছে, স্মার্টফোনে এই অ্যাপ ইনস্টল করার পর এরা ডিভাইসে ম্যালওয়্যার এবং স্পাইওয়্যার ঢুকিয়ে দিতে পারে। যার জেরে লগইন আইডি, পাসওয়ার্ড-সহ নানা ব্যাঙ্কিং ডেটাও ফাঁস হয়ে যেতে পারে। এমনকি এরফলে ব্যাঙ্ক অ্যাকাউন্টও খালি হয়ে যেতে পারে।
আইনি পদক্ষেপের ঝুঁকি
পোস্টে দাবি করা হয়েছে, পাইরেটেড সিনেমা বা কন্টেন্ট দেখার জন্য অ্যাপ ইনস্টল করলে আইনি ব্যবস্থা নেওয়াও হতে পারে।