PM Kisan New Rules: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির (Pradhan Mantri Kisan Samman Nidhi) ১৩তম কিস্তির জন্য অপেক্ষারত কোটি কোটি কৃষকদের জন্য বড় খবর! আপনি যদি এই সরকারি স্কিমের জন্য আবেদন করে থাকেন, তাহলে চলতি মাসেই আপনার অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে। কিন্তু তার আগেই এই প্রকল্পের নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে কেন্দ্রীয় কৃষি মন্ত্রক। এই কারণে দেশের কোটি কোটি কৃষকের টাকা পাওয়ার ক্ষেত্রে কিছু পরিবর্তন হতে চলেছে। চলুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক...
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় দেশের কোটি কোটি কৃষকের অ্যাকাউন্টে বার্ষিক ৬,০০০ টাকা স্থানান্তরিত হয়। কিন্তু অনেক জালিয়াতি এবং ভুয়ো নাম নথিভুক্তির কারণে, কেন্দ্র এখন কিছু নিয়মে কড়াকড়ি করেছে। বলে রাখা ভাল, প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে কৃষকদের বার্ষিক ৬,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রত্যেক কৃষককে ২০০০ টাকার ৩টি কিস্তিতে এই টাকা দেওয়া হয়। এবার জেনে নেওয়া যাক এই প্রকল্পের টাকা পেতে হলে কোন প্রধান ৪ শর্ত মানা জরুরি...
কেন্দ্রের জারি করা নির্দেশাবলী:
১) কৃষকের জমির রেকর্ডে লিখতে হবে যে, কৃষক প্রকৃতপক্ষে সেই জমির মালিক।
২) এটি ছাড়াও, কৃষককে অবশ্যই PM কিষাণ পোর্টালে তার ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
৩) এটি ছাড়াও, কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে।
৪) ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-এর সঙ্গেও লিঙ্ক করা থাকতে হবে৷
কেন্দ্রের নির্দেশ অনুযায়ী, এই চারটি প্যারামিটার পূরণ করলে তবেই কোনও কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা পাবেন। এ ছাড়া যাদের বিবরণ ও নথি সম্পূর্ণ নয়, তাদের অ্যাকাউন্টে টাকা আসবে না।