Advertisement

PM Kisan Yojana Latest Update: অপেক্ষার অবসান, পিএম কিষাণের টাকা এই দিনই ঢুকছে

PM Kisan Samman Nidhi Yojana: গত ২৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ১৩তম কিস্তি পাঠানো হয়েছিল। কৃষকরা ১৪তম কিস্তির অপেক্ষায় ছিলেন। কৃষকদের এই অপেক্ষার অবসান হতে চলেছে।

Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 16 Jul 2023,
  • अपडेटेड 9:28 PM IST
  • ২৮ জুলাই দেশের প্রায় ৯ কোটি কৃষকের অ্যাকাউন্টে ২ হাজার টাকা পাঠানো হবে
  • প্রতিটি কৃষকের অ্যাকাউন্টে ২ হাজার টাকা পাঠানো হবে

PM Kisan Samman Nidhi Yojana: গত ২৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ১৩তম কিস্তি পাঠানো হয়েছিল। কৃষকরা ১৪তম কিস্তির অপেক্ষায় ছিলেন। কৃষকদের এই অপেক্ষার অবসান হতে চলেছে। সর্বশেষ আপডেট অনুযায়ী, ২৮ জুলাই দেশের প্রায় ৯ কোটি কৃষকের অ্যাকাউন্টে ২ হাজার টাকা পাঠানো হবে। ওইদিন রাজস্থানের নাগৌর জেলায় কিষাণ সম্মান নিধির একটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৯ কোটি কৃষকের অ্যাকাউন্টে ১৮ হাজার কোটি টাকা পাঠাবেন। প্রতিটি কৃষকের অ্যাকাউন্টে ২ হাজার টাকা পাঠানো হবে। এই কর্মসূচিতে মোট ৩ লাখ কৃষক উপস্থিত থাকবেন।

১৪তম কিস্তির টাকা পেতে এই কাজটি করতে হবে

আপনি যদি পিএম কিষাণের ১৪তম কিস্তির টাকা পেতে চান, তাহলে আপনার ই-কেওয়াইসি সম্পূর্ণ করা উচিত। আপনি যদি এখনও কেওয়াইসি না করে থাকেন তবে শীঘ্রই এটি সম্পন্ন করুন। কৃষকরা তাদের নিকটস্থ CSC কেন্দ্রে গিয়ে অথবা PM Kisan-র পোর্টাল pmkisan.gov.in-এ গিয়ে ই-কেওয়াইসি করতে পারেন। এছাড়াও, প্রধানমন্ত্রী কিষাণ যোজনার জমির রেকর্ড যাচাইয়ের প্রক্রিয়াও চলছে। কৃষকদের যত তাড়াতাড়ি সম্ভব নিকটস্থ কৃষি অফিসে গিয়ে জমি যাচাই করা উচিত। আপনি যদি এটি না করেন তবে আপনি প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন।

এ কারণে পরবর্তী কিস্তি আটকে যেতে পারে

আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার পূরণ করা আবেদনপত্রে কোনও ভুল নেই। যেমন, লিঙ্গের ভুল, নামের ভুল, ভুল আধার নম্বর বা ভুল ঠিকানা ইত্যাদি। তারপরও কিস্তি থেকে বঞ্চিত হতে পারেন। এ ছাড়া অ্যাকাউন্ট নম্বর ভুল থাকলেও টাকা পাবেন না। এমন পরিস্থিতিতে, পিএম কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনের স্ট্যাটাসে দেওয়া ভুল তথ্য সংশোধন করুন। আপনি যদি জানতে চান যে আপনি PM কিষাণ যোজনার পরবর্তী কিস্তি পাবেন কি না, তাহলে প্রথমে আপনি PM কিষাণ পোর্টালে গিয়ে সুবিধাভোগীর তালিকায় আপনার নাম দেখতে পারেন।

Advertisement

কৃষকদের বছরে ৬ হাজার টাকা পাঠানো হয়

প্রধানমন্ত্রীর কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের অ্যাকাউন্টে বছরে ৬ হাজার টাকা আর্থিক সাহায্য পাঠানো হয়। প্রতি ৪ মাস পর পর তিন কিস্তিতে ২ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়। কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ যোজনা সংক্রান্ত যে কোনও ধরনের সমস্যার জন্য ইমেল আইডি pmkisan-ict@gov.in-এ যোগাযোগ করতে পারেন। আপনি প্রধানমন্ত্রী কিষাণ যোজনার হেল্পলাইন নম্বর- 155261 বা 1800115526 (টোল ফ্রি) বা 011-23381092-এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement