Advertisement

PM kisan 20th installment: পিএম কিষাণ নিধির ২০তম কিস্তি আসছে, কত টাকা পাবেন এভাবে দেখতে পারবেন

PM kisan 20th installment: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের বছরে তিন কিস্তিতে মোট ৬,০০০ টাকা দেওয়া হয়। ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি ১৯তম কিস্তি প্রকাশ হয়েছিল। চার মাস পেরিয়ে যাওয়ার পর এবার অপেক্ষা ২০তম কিস্তির। ধারণা করা হয়েছিল ১৮ জুলাই, ২০২৫-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের দিন কিস্তি প্রকাশ হতে পারে। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও ঘোষণা নেই।

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 17 Jul 2025,
  • अपडेटेड 12:29 PM IST
  • প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের বছরে তিন কিস্তিতে মোট ৬,০০০ টাকা দেওয়া হয়।
  • ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি ১৯তম কিস্তি প্রকাশ হয়েছিল।

PM kisan 20th installment: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের বছরে তিন কিস্তিতে মোট ৬,০০০ টাকা দেওয়া হয়। ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি ১৯তম কিস্তি প্রকাশ হয়েছিল। চার মাস পেরিয়ে যাওয়ার পর এবার অপেক্ষা ২০তম কিস্তির। ধারণা করা হয়েছিল ১৮ জুলাই, ২০২৫-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের দিন কিস্তি প্রকাশ হতে পারে। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও ঘোষণা নেই।

কীভাবে চেক করবেন ২০তম কিস্তি?
১. অফিসিয়াল ওয়েবসাইটে যান: https://pmkisan.gov.in
২. হোমপেজে ‘Beneficiary Status’ অপশন সিলেক্ট করুন।
৩. আধার, মোবাইল নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিন।
৪. ক্যাপচা কোড লিখুন।
৫. ‘Get Data’ বোতামে ক্লিক করুন।
৬. আপনার স্ক্রিনে কিস্তির সব বিবরণ চলে আসবে।

কীভাবে করবেন আধার ভিত্তিক ই-কেওয়াইসি?
১. পিএম-কিষাণ পোর্টালে লগইন করুন।
২. ‘Aadhaar OTP based e-KYC’ অপশন ক্লিক করুন।
৩. রেজিস্টার্ড মোবাইলে আসা OTP দিন।
৪. সঠিকভাবে ভেরিফাই করলে কনফার্মেশন মেসেজ পাবেন।

কেন দেওয়া হয়?
কৃষকদের কৃষি উপকরণ এবং গৃহস্থালির খরচ মেটানোর লক্ষ্যে পরিচালিত এই সরকারি উদ্যোগের আওতায়, ভারতের প্রতিটি যোগ্য কৃষক বার্ষিক ৬,০০০ টাকা সাহায্য পাবেন। যা প্রতি চার মাসে ২,০০০ টাকার তিনটি সমান কিস্তিতে বিতরণ করা হবে।
 

 

Read more!
Advertisement
Advertisement