
২০২৬ নিউ ইয়ারে বাংলার রেলযাত্রীদের উপহারে ভরিয়ে দিয়েছে ভারতীয় রেল। দেশের প্রথম স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসটি চলবে বাংলাতেই। হাওড়া থেকে কামাখ্যার উদ্দেশে চালানো হচ্ছে এই ট্রেনটি। ১৭ জানুয়ারি স্লিপার বন্দে ভারতের উদ্বোধন করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম দিন মালদা থেকে কামাখ্যা পর্যন্ত চালানো হবে ট্রেনটি। এরপর ১৮ বা ১৯ জানুয়ারি থেকেই বাণিজ্যিক যাত্রা শুরু করা হতে পারে।
উদ্বোধনের দিন স্লিপার বন্দে ভারতের সময়সূচি দেখে নিন-
| স্টেশন | ট্রেন আসার সময় | ট্রেন ছাড়ার সময় |
| মালদা টাউন | ১৩.০০ | |
| আলুয়াবাড়ি রোড | ১৫.০০ | ১৫.০৫ |
| নিউজলপাইগুড়ি | ১৫.৪৫ | ১৫.৫৫ |
| জলপাইগুড়ি রোড | ১৬.৩০ | ১৬.৩৫ |
| নিউ কোচবিহার | ১৭.৪৫ | ১৭.৫০ |
| নিউ আলিপুরদুয়ার | ১৮.০৫ | ১৮.১০ |
| নিউ বঙ্গিগাঁও | ১৯.৪০ | ১৯.৪৫ |
| রাঙ্গিয়া | ২১.১০ | ২১.১৫ |
| কামাখ্যা | ২২.৪৫ |
বাণিজ্যিক যাত্রায় রেলের টাইম টেবিল কী বলছে?
এরইমধ্যে রেলসূত্রে প্রকাশ্যে এসেছে স্লিপার বন্দে ভারতের টাইম-টেবিলও। সেই সূচি অনুযায়ী, হাওড়া থেকে ছাড়া ২৭৫৭৫ স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসটি ছাড়বে সন্ধ্যা ৬টা বেজে ২০ মিনিটে। সেটি কামাখ্যা গিয়ে পৌঁছবে পরের দিন সকাল ৮টা বেজে ২০ মিনিটে।
অন্যদিকে সূত্রের দাবি, ২৭৫৭৬ কামাক্ষ্যা-হাওড়া স্লিপার বন্দে ভারতটি কামাখ্যা থেকে ছাড়বে সন্ধ্যা ৬টা বেজে ১৫ মিনিটে। সেটি পরের দিন হাওড়া স্টেশনে এসে পৌঁছবে পরের দিন সকাল ৮টা বেজে ১৫ মিনিটে। যদিও এই ট্রেনের সময়সূচি এখনও অফিসিয়াল ভাবে নিশ্চিত করেনি পূর্ব রেলওয়ে।
ট্রেনটি কোন কোন স্টেশনে থামবে?
হাওড়া থেকে রওনা দেওয়ার পরে ট্রেনটি ব্যান্ডেল জংশন, নবদ্বীপ ধাম, কাটোয়া জংশন, আজিমগঞ্জ, নিউ ফারাক্কা জংশন, মালদা টাউন, আলুবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার বিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বনগাইগাঁও, রাঙ্গিয়া হয়ে কামাখ্যা স্টেশনে গিয়ে পৌঁছবে।
স্লিপার বন্দে ভারতের ভাড়া কত?
স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসটি আদ্যোপান্ত নিম্নমধ্যবিত্ত ও দরিদ্র শ্রেণির মানুষের জন্য আনা হয়েছে। মধ্যবিত্ত যাত্রীদের কথা মাথায় রেখেই ভাড়া নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। থ্রি-টায়ার এসি: প্রায় ২,৩০০ টাকা, টু-টায়ার এসি: প্রায় ৩,০০০ টাকা, ফার্স্ট এসি: প্রায় ৩,৬০০ টাকা। এই ভাড়ার মধ্যেই খাবারের খরচ অন্তর্ভুক্ত থাকবে।