'বাড়িতে মা যদি অসুস্থ হয়ে পড়লে গোটা পরিবার নড়বড়ে হয়ে যায়।' নিজের ৭৫তম জন্মদিনে দেশের মা-বোনেদের জন্য নয়া প্রকল্পের উদ্বোধন করে এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার থেকে শুরু হল কেন্দ্রীয় সরকারের 'সুস্থ নারী শক্তিশালী পরিবার'। এর উদ্দেশ্য মহিলা, কিশোরী এবং শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি পরিষেবা সহজলভ্য করে তোলা।
কী কী পরিষেবা মিলবে?
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক এবং মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক 'সুস্থ নারী শক্তিশালী পরিবার' অভিযান চালু করল। এর আওতায় স্বাস্থ্য মন্ত্রক দেশজুড়ে স্বাস্থ্য শিবির ও সরকারি হাসপাতালের মাধ্যমে চিকিৎসা পরিষেবা দেবে। মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে মহিলা ও কিশোরীদের পুষ্টি, অ্যানিমিয়া প্রতিরোধ, সুষম খাদ্যাভ্যাস এবং ঋতুচক্র স্বাস্থ্যবিধি নিয়ে সচেতন করবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বলেন, 'এই প্রকল্প ২০৪৭ সালের বিকশিত ভারতের স্বপ্নকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে। একদিকে যেমন মহিলাদের জন্য স্বাস্থ্য পরিষেবা উন্নত হবে তেমনই যক্ষ্মা, সিকেল সেল রোগ, অ্যানিমিয়া ও অ-সংক্রামক রোগের প্রাথমিক শনাক্তকরণ ও চিকিৎসায় জোর দেবে।'
স্বাস্থ্য শিবির
১৭ সেপ্টেম্বর থেকেই দেশজুড়ে 'সুস্থ নারী শক্তিশালী পরিবার' ক্যাম্প শুরু হবে দেশ জুড়ে। এই ক্যাম্পগুলিতে স্ত্রীরোগ, শিশুচিকিৎসা, চর্মরোগ, চোখ-কান-গলা (ENT), দাঁত, মানসিক স্বাস্থ্যের চেক আপ হবে। মিলবে বিশেষজ্ঞদের পরামর্শ। বিনামূল্যে ওষুধ ও টেস্টের সুবিধা পাওয়া যাবে এই ক্যাম্পগুলি থেকে। ৪ কোটিরও বেশি মহিলারা উপকৃত হবেন এই বিশেষ স্বাস্থ্য শিবিরে।
এই প্রকল্পে সহায়ক হবে AIIMS, রেলওয়ে হাসপাতাল, প্রতিরক্ষা হাসপাতাল, ESIC হাসপাতাল, CGHS সেন্টারগুলি।
পাশাপাশি, দেশজুড়ে ১৫ দিনের ‘সেবা পাক্ষিক’ পালিত হবে। এই প্রকল্পের একটি অংশ হিসেবেই সেপ্টেম্বর মাসকে ‘পুষ্টি মাস’ হিসেবে পালন করা হবে। এই সময়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে শিশু ও অন্তঃসত্ত্বাতের মেডিক্যাল টেস্ট এবং পর্যবেক্ষণ করা হবে।