Advertisement

PM SVANidhi Scheme: ৯০ হাজার টাকা লোন, গ্যারান্টি ছাড়াই, কীভাবে আবেদন? পুরো প্রক্রিয়া রইল

আপনি কি ছোট একটা ব্যবসা করতে চান? কিন্তু হাতে টাকা না থাকায় পিছিয়ে আসছেন? তাহলে আপনার কাছে রয়েছে একটা সুবর্ণ সুযোগ। কারণ, আজ আমরা আপনাকে এমন একটি সরকারি স্কিমের কথা বলব, যেখানে ৯০ হাজার টাকা পর্যন্ত লোন পেতে পারেন। আর সেই টাকা পেতে আপনাকে কোনও গ্যারান্টিও দিতে হবে না।

PM SVANidhi SchemePM SVANidhi Scheme
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Nov 2025,
  • अपडेटेड 11:26 AM IST
  • আপনি কি ছোট একটা ব্যবসা করতে চান?
  • কিন্তু হাতে টাকা না থাকায় পিছিয়ে আসছেন?
  • এমন একটি সরকারি স্কিমের কথা বলব, যেখানে ৯০ হাজার টাকা পর্যন্ত লোন পেতে পারেন

আপনি কি ছোট একটা ব্যবসা করতে চান? কিন্তু হাতে টাকা না থাকায় পিছিয়ে আসছেন? তাহলে আপনার কাছে রয়েছে একটা সুবর্ণ সুযোগ। কারণ, আজ আমরা আপনাকে এমন একটি সরকারি স্কিমের কথা বলব, যেখানে ৯০ হাজার টাকা পর্যন্ত লোন পেতে পারেন। আর সেই টাকা পেতে আপনাকে কোনও গ্যারান্টিও দিতে হবে না।

শুধু তাই নয়, এই লোন পেতে বেশি পেপারওয়ার্কেরও প্রয়োজন নেই। বরং আপনি সাধারণ কিছু ডকুমেন্ট দিয়েই পেয়ে যাবেন ঋণ। ভাবছেন কোনও স্কিমের কথা বলছি? তাহলে শুনুন, এতক্ষণ ধরে PM SVANidhi Scheme-এর কথা বলা হচ্ছিল। আসুন এই স্কিমের বিষয়ে সবটা জেনে নেওয়া যাক।

করোনা থেকেই রয়েছে

এই স্কিমটা রয়েছে করোনার সময় থেকেই। সেই সময় অনেক ছোট ব্যবসা মার খেয়েছিল। তাদের পাশে দাঁড়াতেই এই প্রকল্প এনেছিল মোদী সরকার। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ ব্যবসাকে দাঁড় করানোর জন্য লোন পেতে পারেন। প্রাথমিকভাবে ৮০ হাজার টাকা পর্যন্ত লোন দেওয়া হচ্ছিল। তবে এখন সেটা বাড়িয়ে ৯০ হাজার টাকা করা হয়েছে।

ডেডলাইন বেড়েছে

শুধু ঋণের পরিমাণ নয়, বরং বাড়ানো হয়েছে এই প্রকল্পের মেয়াদ। গত অগাস্ট মাসে PM SVANidhi Scheme ৩১ মার্চ ২০৩০ পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করা হয়।

কীভাবে পাবেন?

এই লোনটা মিলবে ৩টা স্টেজে। আপনি ছোট ব্যবসা করতে এই ঋণ পাবেন। এক্ষেত্রে প্রথমে পাবেন ১৫০০০ টাকা। তারপর ২৫০০০ টাকা পাবেন। শেষ ইনস্টলমেন্ট পাবেন ৫০০০০ টাকা। এক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকাটা মিলবে। হাতে টাকা পাবেন না।

কোন ডকুমেন্ট চাই?

এই লোন পেতে চাইলে খুব বেশি পেপারওয়ার্ক করতে হবে না। বরং আপনাকে দিতে হবে একটা ডকুমেন্ট। আর সেই ডকুমেন্টটি হল আধার কার্ড। সেটার মাধ্যমেই আপনি লোন পাবেন। আর একবার লোন পাশ হলে আপনি ইএমআই-এর মাধ্যমে লোন ফেরত দিতে পারবেন।

কোথায় অ্যাপ্লিকেশন করবেন?

Advertisement
  • যে কোনও সরকারি ব্যাঙ্কে মিলবে PM SVANidhi Scheme এর ফর্ম
  • সেখান থেকে ফর্ম নিন, তারপর ফিলআপ করে জমা দিন
  • ফর্মের সঙ্গে জমা দিন নিজের আধার কার্ড
  • দেখবেন সব তথ্য যেন ঠিক ঠাক দেওয়া থাকে, কিছু ভুল করবেন না
  • ব্যাঙ্ক আপনার সব তথ্য যাচাই করে দেখবে
  • লোন পাশ হয়ে গেলেই ব্যাঙ্কে ঢুকবে টাকা
  • তারপর সময়ে টাকা শোধ করে দিন

Read more!
Advertisement
Advertisement