Advertisement

PM Viksit Bharat Rozgar Yojana: প্রথম চাকরি পেলেই সরকার দেবে ১৫০০০ টাকা, প্রধানমন্ত্রী বিকাশিত ভারত রোজগার যোজনা কী?

২৩ জুলাই ২০২৪ সালে বাজেট পেশের সময় ভারত সরকার ELI প্রকল্পটি ঘোষণা করেছিল। পরে এর নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রী বিকাশিত ভারত রোজগার যোজনা করা হয়। এই প্রকল্পের বিশেষত্ব হল এর সুবিধা প্রথমবারের মতো কাজ করা যুবকদের পাশাপাশি চাকরি দেওয়া কোম্পানিও পাবে।

প্রথম চাকরি পেলেই সরকার দেবে ১৫০০০ টাকা, প্রধানমন্ত্রী বিকাশিত ভারত রোজগার যোজনা কী?প্রথম চাকরি পেলেই সরকার দেবে ১৫০০০ টাকা, প্রধানমন্ত্রী বিকাশিত ভারত রোজগার যোজনা কী?
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 17 Aug 2025,
  • अपडेटेड 6:07 PM IST
  • ৮ থেকে ৬০ বছর বয়সের যারা প্রথমবারের মতো কাজ করছেন তাঁরা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন
  • মাসিক বেতন ১ লক্ষ টাকা বা তার কম হতে হবে

আমাদের দেশে লক্ষ লক্ষ যুবক বেকার। দেশের এই সমস্যার কথা মাথায় রেখে, কেন্দ্রীয় সরকার একটি অত্যন্ত চমৎকার প্রকল্প শুরু করেছে। এই প্রকল্পের নাম হল প্রধানমন্ত্রী বিকাশিত ভারত রোজগার যোজনা। এই প্রকল্পের মাধ্যমে, সরকার দেশের যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায়। ১৫ অগাস্ট লাল কেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্প চালুর কথা ঘোষণা করেছিলেন। প্রধানমন্ত্রী বিকাশিত ভারত রোজগার যোজনার আওতায় ভারত সরকার প্রথমবারের মতো বেসরকারি সেক্টরে কর্মরত যুবকদের ১৫,০০০ টাকা আর্থিক সহায়তা দেবে। এই প্রকল্পটি দেশে খুবই জনপ্রিয় হয়ে উঠবে বলেই মনে হচ্ছে। এর মাধ্যমে ভারত সরকার কর্মসংস্থান বাড়াতে চায়। এই প্রকল্পের মাধ্যমে, সরকার ৩.৩০ কোটি যুবককে সাহায্য করবে।

২৩ জুলাই ২০২৪ সালে বাজেট পেশের সময় ভারত সরকার ELI প্রকল্পটি ঘোষণা করেছিল। পরে এর নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রী বিকাশিত ভারত রোজগার যোজনা করা হয়। এই প্রকল্পের বিশেষত্ব হল এর সুবিধা প্রথমবারের মতো কাজ করা যুবকদের পাশাপাশি চাকরি দেওয়া কোম্পানিও পাবে। ১৮ থেকে ৬০ বছর বয়সের যারা প্রথমবারের মতো কাজ করছেন তাঁরা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। তবে, এই প্রকল্পের সুবিধা নিতে আপনার মাসিক বেতন ১ লক্ষ টাকা বা তার কম হতে হবে। এর সঙ্গে আপনার নাম EPFO-এর সঙ্গে যুক্ত থাকাও আবশ্যক।

সরকার আপনার অ্যাকাউন্টে দুটি কিস্তিতে ১৫,০০০ টাকার এই আর্থিক সহায়তা পাঠাবে। এতে, চাকরি শুরু করার ৬ মাস পরে ৭,৫০০ টাকার প্রথম কিস্তি দেওয়া হবে। ১২ মাস কাজ শেষ করার পরে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে।

আরও পড়ুন

এই প্রকল্পের অধীনে যদি কোনও সংস্থা ১০,০০০ টাকা মাসিক বেতনে কোনও কর্মচারীকে নিয়োগ করে, তাহলে তাকে সর্বোচ্চ ১,০০০ টাকা দেওয়া হবে। অন্যদিকে, যদি কোনও কর্মীকে ১০ থেকে ২০ হাজার টাকা বেতনে নিয়োগ করা হয়, তাহলে কোম্পানি তাকে ২০০০ টাকা দেবে। যদি কর্মীদের বেতন ২০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকার মধ্যে হয়, তাহলে কোম্পানি পাবে ৩,০০০ টাকা।

Advertisement

Read more!
Advertisement
Advertisement