Advertisement

PNB FD Account Interest Rate : নিউ ইয়ারে উপহার, FD-তে ফাটাফাটি সুদ বৃদ্ধি এই ব্যাঙ্কের

ব্যাঙ্ক ৭ থেকে ৪৫ দিনের মধ্যে ফিক্সড ডিপোজিটের উপর ৩.৫০ শতাংশ হারে সুদ জারি রাখবে। ৪৬ থেকে ১৭৯ দিনের মধ্যে ম্যাচিওর হওয়া FD-র উপর ৪.৫০ শতাংশ হারে সুদ দিতে থাকবে৷ এছাড়াও, PNB ১৮০ দিন থেকে এক বছরের কম সময়ের মধ্যে ম্যাচিওর হওয়া FD-র ওপর ৫.৫০ শতাংশ হারে সুদ দেবে। কিন্তু ব্যাঙ্ক ১ বছর থেকে ৬৬৫ দিনে ম্যাচিওর হওয়া FD-র ওপরে সুদের হার ৪৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এতে সুদের হার ৬.৩০ শতাংশ থেকে বেড়ে ৬.৭৫ শতাংশ হয়েছে।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 01 Jan 2023,
  • अपडेटेड 11:54 PM IST
  • পিএনবির-নতুন বছরের উপহার
  • বাড়ল এফডি-র সুদ
  • জানুন বিস্তারিত

নতুন বছরে গ্রাহকদের উপহার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের। সেভিংস অ্যাকাউন্ট ও ২ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ালো পিএনবি। ব্যাঙ্কের ওয়েবসাইট অনুযায়ী পয়লা জানুয়ার থেকে লাগু হয়েছে নয়া সুদের হার। PNB সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। পাশাপাশি, স্থায়ী আমানতের উপর সুদের হার ৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। 

সেভিংস অ্যাকাউন্টে সুদের হার
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১০ লক্ষ টাকার কম সেভিংস অ্যাকাউন্টে ২.৭০ শতাংশ হারে বার্ষিক সুদ জারি থাকবে। পাশাপাশি ১০ লক্ষ থেকে ১০০ কোটি টাকা পর্যন্ত সেভিংস অ্যাকাউন্টে বার্ষিক ২.৭৫ শতাংশ হারে সুদ পাওয়া যাবে। PNB ১০০ কোটি বা তার বেশি পরিমাণের সেভিংস অ্যাকাউন্টে উপলব্ধ সুদের হার বাড়িয়েছে। ব্যাঙ্ক এই ধরনের সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ২.৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩ শতাংশ করেছে।

ফিক্সড ডিপোজিটে সুদের হার
ব্যাঙ্ক ৭ থেকে ৪৫ দিনের মধ্যে ফিক্সড ডিপোজিটের উপর ৩.৫০ শতাংশ হারে সুদ জারি রাখবে। ৪৬ থেকে ১৭৯ দিনের মধ্যে ম্যাচিওর হওয়া FD-র উপর ৪.৫০ শতাংশ হারে সুদ দিতে থাকবে৷ এছাড়াও, PNB ১৮০ দিন থেকে এক বছরের কম সময়ের মধ্যে ম্যাচিওর হওয়া FD-র ওপর ৫.৫০ শতাংশ হারে সুদ দেবে। কিন্তু ব্যাঙ্ক ১ বছর থেকে ৬৬৫ দিনে ম্যাচিওর হওয়া FD-র ওপরে সুদের হার ৪৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এতে সুদের হার ৬.৩০ শতাংশ থেকে বেড়ে ৬.৭৫ শতাংশ হয়েছে।

সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার
ব্যাঙ্ক ৬৬৬ দিনে ম্যাচিওর আমানতের উপর ৭.২৫ শতাংশ হারে সুদ জারি রাখবে। কিন্তু ৬৬৭ দিন থেকে ২ বছরের মধ্যে ফিক্সড ডিপোজিট এখন ৬.৭৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে। আগে এতে মিলত ৬.৩০ শতাংশ হারে সুদ। ব্যাঙ্ক ২ বছরের বেশি এবং তিন বছর পর্যন্ত FD-র সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এই কারণে সুদের হার এখন ৬.২৫ শতাংশ থেকে বেড়ে ৬.৭৫ শতাংশ হয়েছে। ব্যাঙ্ক তিন বছর থেকে ১০ বছরের মধ্যে ম্যাচিওর FD-র ওপর ৬.৫০ শতাংশ হারে সুদ দিতে থাকবে। ৬৬৬ দিনের ফিক্সড ডিপোজিটে, প্রবীণ নাগরিকদের ৮.০৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে। 

Advertisement

আরও পড়ুন - ১৭ জানুয়ারি ৩০ বছর পর কুম্ভে প্রবেশ শনির, অর্থ-প্রাচুর্যে ভরে যাবে ৪ রাশি


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement