Advertisement

Post Office Best Schemes: পোস্ট অফিসের এই স্কিমে ৪০০ টাকা থেকেই হবে ৭০ লাখ! হিসাবটা দেখে নিন

পোস্ট অফিসের এমন বহু সরকারি সেভিংস স্কিম রয়েছে, যাতে সাধারণ ফিক্সড ডিপোজিটের চেয়েও বেশি রিটার্ন মেলে। তবে শর্ত একটাই, নিয়মিত ও সঠিকভাবে আপনাকে টাকা বিনিয়োগ করতে থাকতে হবে।

Post Office SSY স্কিমে কত রিটার্ন পাবেন?Post Office SSY স্কিমে কত রিটার্ন পাবেন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Aug 2025,
  • अपडेटेड 12:35 PM IST
  • সাধারণ ফিক্সড ডিপোজিটের চেয়েও বেশি রিটার্ন মেলে। ত
  • শর্ত একটাই, নিয়মিত ও সঠিকভাবে আপনাকে টাকা বিনিয়োগ করতে থাকতে হবে।
  • বর্তমানে এই প্রকল্পে বার্ষিক ৮.২% সুদ দিচ্ছে পোস্ট অফিস।

Post Office Best Schemes: পোস্ট অফিসের একাধিক সরকারি সেভিংস স্কিম রয়েছে। এগুলিতে সাধারণ ফিক্সড ডিপোজিটের চেয়ে বেশি রিটার্ন পাওয়া যায়। শর্ত একটাই নিয়মিত ও সঠিকভাবে টাকা বিনিয়োগ করতে হবে। অনেকেই শুরুতে পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ শুরু করলেও, কয়েক মাস বা বছর পর থেমে যান। ফলে ম্যাচুরিটি হলেও তেমন বড় রিটার্ন হাতে আসে না। কিন্তু যদি শুরু থেকেই রুটিন মেনে বিনিয়োগ চালিয়ে যান, তাহলে ভবিষ্যতে মোটা অঙ্কের মুনাফা নিশ্চিত। এমনই একটি দুর্দান্ত স্কিম হল সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana)। বর্তমানে এই স্কিমে বার্ষিক ৮.২% সুদ দিচ্ছে পোস্ট অফিস। সবচেয়ে বড় সুবিধা হল, এটি সম্পূর্ণ করমুক্ত।

বছরে কত টাকা জমাতে পারবেন?
এই অ্যাকাউন্ট শুধুমাত্র কন্যাসন্তানের নামে খোলা যায়। মেয়ের উচ্চশিক্ষা বা বিয়ের খরচের জন্য সঞ্চয়ের অন্যতম সেরা উপায় এটি।বছরে ন্যূনতম ₹২৫০ থেকে সর্বোচ্চ ₹১.৫ লক্ষ টাকা পর্যন্ত জমা দেওয়া যায়।

মেয়ের বয়স ১০ বছরের কম হলে অ্যাকাউন্ট খোলা যাবে। এক পরিবারে সর্বোচ্চ দু’জন মেয়ের নামে অ্যাকাউন্ট খোলা সম্ভব। যমজ সন্তান হলে সর্বাধিক ৩টি অ্যাকাউন্ট খোলা যায়। অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে সর্বাধিক ১৫ বছর পর্যন্ত টাকা জমা দিতে পারবেন।

মনে রাখতে হবে, প্রতি অর্থবর্ষে ন্যূনতম ₹২৫০ জমা না দিলে অ্যাকাউন্ট ডিফল্ট হয়ে যাবে। তবে পরে পোস্ট অফিসে গিয়ে পুনরায় সক্রিয় করা যায়।

টাকা তোলার নিয়ম
মেয়ের বয়স ১৮ বছর হওয়ার আগে বাবা বা অভিভাবক অ্যাকাউন্টে বিনিয়োগ করতে থাকবেন। ১৮ বছর পূর্ণ হওয়ার পর বা ১০ম শ্রেণি পাস করার পর টাকা তোলার সুযোগ পাবেন।

ম্যাচুরিটি কবে হবে?
অ্যাকাউন্ট খোলার ২১ বছর পর ম্যাচুরিটি হবে। তবে টাকা জমা দিতে হবে প্রথম ১৫ বছর।

দিনে মাত্র ৪০০ টাকায় ৭০ লক্ষ টাকা রিটার্ন!
অনেকেই হাতে বড় অঙ্কের টাকা রাখতে পারেন না। কিন্তু মাত্র ৪০০ টাকা দৈনিক বিনিয়োগেই মোটা রিটার্ন পেতে পারেন।

Advertisement

মাসিক আয় যদি ₹৪০,০০০ হয়, মাসে ₹১২,০০০ এই স্কিমে বিনিয়োগ করুন। অর্থাৎ প্রতিদিন প্রায় ₹৪০০। মাসে ₹১২,৫০০ ধরলে বছরে প্রায় ₹১.৫ লক্ষ টাকা জমবে।

যদি মেয়ের বয়স ৫ বছর থেকে বিনিয়োগ শুরু করেন এবং টানা ১৫ বছর চালিয়ে যান, তবে এই স্কিম বদলে দেবে আপনার ভবিষ্যৎ।

২১ বছর পর অ্যাকাউন্ট ম্যাচুর হওয়ার সময় আপনার হাতে থাকবে মোট ₹৬৯,২৭,৫৭৮ টাকা। এর মধ্যে ₹৪৬,৭৭,৫৭৮ টাকা শুধুমাত্র সুদ থেকে আয়। আপনার মোট বিনিয়োগ ₹২২,৫০,০০০ টাকা। অর্থাৎ বিনিয়োগের দ্বিগুণেরও বেশি সুদ পাবেন।

ভবিষ্যৎ সুরক্ষার সেরা পরিকল্পনা
এই স্কিমে বিনিয়োগ করলে শুধু কন্যাসন্তানের ভবিষ্যৎই সুরক্ষিত হবে না, বরং আপনার পরিবারের জন্যও একটি রিটায়ারমেন্ট ফান্ড গড়ে উঠবে।

মুদ্রাস্ফীতির কারণে টাকার মূল্য কমলেও ৭০ লক্ষ টাকার ফান্ড খারাপ নয়, একথা বলাই যায়।
দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন।

Read more!
Advertisement
Advertisement