Advertisement

Post Office Kishan Vikas Patra: বসে বসে টাকা দ্বিগুণ! পোস্ট অফিসের এই স্কিমেই হবেন মালামাল

Post Office KVP Scheme: পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র (Kisan Vikas Patra) নতুন কিছু নয়। বহুদিন ধরেই এটি মধ্যবিত্তের পছন্দের স্কিম। 

ডাকঘরের এই স্কিমটি অসাধারণডাকঘরের এই স্কিমটি অসাধারণ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Jul 2025,
  • अपडेटेड 11:38 AM IST
  • পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র (কিষান বিকাশ পত্র) নতুন কিছু নয়।
  • বহুদিন ধরেই এটি মধ্যবিত্তের পছন্দের স্কিম।
  •  সরকার চালিত স্কিমে ঝুঁকিও কম, আবার ৭.৫ শতাংশ হারে চমৎকার সুদও পাবেন।

Post Office KVP Scheme: পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র (Kisan Vikas Patra) নতুন কিছু নয়। বহুদিন ধরেই এটি মধ্যবিত্তের পছন্দের স্কিম। সরকার চালিত স্কিমে ঝুঁকিও কম, আবার ৭.৫ শতাংশ হারে চমৎকার সুদও পাবেন। মাত্র ১১৫ মাসেই আপনার বিনিয়োগের টাকা দ্বিগুণ হয়ে যাবে। ১১৫ মাস আপাতভাবে অনেক লম্বা মনে হতে পারে। কিন্তু যদি আপনার দীর্ঘ মেয়াদে, রিটায়ারমেন্ট ফান্ড তৈরি করতে হয়, সেক্ষেত্রে এটি নিঃসন্দেহে উপযুক্ত। 

মাত্র ১০০০ টাকা থেকেই শুরু করুন
প্রত্যেকেই কঠোর পরিশ্রম করে উপার্জন করেন। কিন্তু ভবিষ্যতে কী হবে, তার আগে থেকে পরিকল্পনা করেন না। তাই অল্প বয়স থেকেই একটি অবসর তহবিল তৈরি করা অত্যন্ত জরুরি। কিষাণ বিকাশ পত্র স্কিমের সবচেয়ে বড় সুবিধা হল, মাত্র ১,০০০ টাকা দিয়েই অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ শুরু করতে পারেন। এর কোনও সর্বোচ্চ সীমাও নেই। অর্থাৎ আপনি ইচ্ছেমতো বিনিয়োগ করতে পারেন।

বছরে ৭.৫ শতাংশ হারে সুদ
বর্তমানে KVP স্কিমে বার্ষিক সুদের হার ৭.৫ শতাংশ। সুদ কম্পাউন্ডিং বেসিসে গণনা করা হয়। স্কিমের মেয়াদ ১১৫ মাস। ফলে একদিকে আপনি নিরাপদ বিনিয়োগ করতে পারছেন। অন্যদিকে মেয়াদ শেষে দ্বিগুণ টাকা হাতে পাবেন। সিঙ্গেল অথবা জয়েন্ট অ্যাকাউন্ট খোলার সুবিধাও রয়েছে এই স্কিমে।

কিষাণ বিকাশ পত্র সম্পর্কে যা জানা জরুরি।

একাধিক অ্যাকাউন্ট খোলা যায়
একজন ব্যক্তি চাইলে একাধিক কিষাণ বিকাশ পত্র অ্যাকাউন্ট খুলতে পারেন। এমনকি যদি কেউ চান, তবে তিনি নিজের সন্তানের (বয়স ১০ বছরের বেশি হতে হবে) নামেও এই স্কিমে অ্যাকাউন্ট খুলে দিতে পারেন। এর ফলে কলেজ ফান্ডের কিছু টাকাও অন্তত KVP থেকেই জমিয়ে ফেলতে পারবেন।

কীভাবে টাকা দ্বিগুণ হবে?
খুব সহজ হিসাব। আসুন একটি উদাহরণের মাধ্যমে ব্যাপারটি বোঝানো যাক।(KVP maturity calculator)

1. ধরুন, আপনার সেভিংসে ১ লক্ষ টাকা জমেছে। সেটি নিয়ে কিষাণ বিকাশ পত্রে ১ লক্ষ টাকা বিনিয়োগ করলেন। প্রথম বছরে ৭.৫ শতাংশ হারে সুদ। অর্থাৎ ৭,৫০০ টাকা পাবেন। সেই টাকা মূলধনের সঙ্গে জুড়ে যাবে। হয়ে যাবে ১,০৭,৫০০ টাকা।

2. দ্বিতীয় বছরেই আবার এই টাকার উপর ফের ৭.৫ শতাংশ হারে সুদ প্রযোজ্য হবে। আপনার মূলধন বেড়ে হবে ১,১৫,৫৬২ টাকা।

Advertisement

3. এইভাবে প্রতিবছর সুদ মূলধনের সঙ্গে যুক্ত হতে থাকবে। ১১৫ মাসের শেষে বিনিয়োগের পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ ১ লক্ষ টাকা থেকেই আপনি পেয়ে যাবেন ২ লক্ষ টাকা।

4. কেউ যদি ৫ লক্ষ টাকা দিয়ে শুরু করেন, সেটা দাঁড়াবে ১০ লক্ষে। ১০ লক্ষ করলে হবে ২০ লক্ষ। ১০ বছরের কম সময়ে বিনিয়োগ দ্বিগুণ হয়, এমন খুব কম স্কিমই আছে। 

খুব সিকিওর(secure investment India)
KVP স্কিমে কোনও শেয়ার বাজারের ওঠাপড়ার প্রভাবও নেই। সরকার সরাসরি এই স্কিমের গ্যারান্টি দেয়। তাই বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ।

এমনকি পেনশনপ্রাপক প্রবীণ নাগরিকরাও এখানে রিটায়ারমেন্ট ফান্ড বিনিয়োগ করতে পারেন। এর মাধ্যমে সন্তানের ভবিষ্যতের জন্য বড় অঙ্কের তহবিল গড়ে তোলা যাবে।

ফলে, যাঁরা দীর্ঘ মেয়াদের নিরাপদ বিনিয়োগ খুঁজছেন, তাঁদের জন্য কিষাণ বিকাশ পত্র নিঃসন্দেহে ভাল অপশন। সরকারি এই স্কিমে নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন। দীর্ঘমেয়াদে বড় রিটার্ন পেতে পারেন।

দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন।

Read more!
Advertisement
Advertisement