Advertisement

স্ত্রীয়ের সঙ্গে Post Office-র এই স্কিমে খাতা খুলুন, প্রতি মাসে পাবেন ৬ হাজার টাকা সুদ

পোস্ট অফিসের মাসিক আয় প্রকল্প (MIS)। এই  স্কিমে শুধুমাত্র একবার বিনিয়োগ করতে হবে।  এর পরে প্রতি মাসে একটি নির্দিষ্ট সুদের হার দেওয়া হয়। এই স্কিমের আওতায়  সুদ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। যদি স্ত্রী বা পরিবারের অন্য কোনও সদস্যের সঙ্গে  এই স্কিমের আওতায় একটি অ্যাকাউন্ট খোলেন, তাহলে প্রতি মাসে ৯,২৫০ টাকা পর্যন্ত নির্দিষ্ট সুদ পেতে পারেন।

পোস্ট অফিস স্কিমপোস্ট অফিস স্কিম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Nov 2025,
  • अपडेटेड 6:22 PM IST

পোস্ট অফিসের মাসিক আয় প্রকল্প (MIS)। এই  স্কিমে শুধুমাত্র একবার বিনিয়োগ করতে হবে।  এর পরে প্রতি মাসে একটি নির্দিষ্ট সুদের হার দেওয়া হয়। এই স্কিমের আওতায়  সুদ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। যদি স্ত্রী বা পরিবারের অন্য কোনও সদস্যের সঙ্গে  এই স্কিমের আওতায় একটি অ্যাকাউন্ট খোলেন, তাহলে প্রতি মাসে ৯,২৫০ টাকা পর্যন্ত নির্দিষ্ট সুদ পেতে পারেন।

MIS স্কিমে বার্ষিক সুদের হার ৭.৪ শতাংশ
পোস্ট অফিসের মাসিক আয় স্কিমে (MIS) বর্তমানে বার্ষিক সুদের হার ৭.৪ শতাংশ। ১,০০০ জমা দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। MIS স্কিমের অধীনে, একটি একক অ্যাকাউন্টে সর্বাধিক ৯ লক্ষ টাকা জমা করতে পারবেন। MIS স্কিমের অধীনে একটি যৌথ অ্যাকাউন্টে সর্বাধিক ১৫ লক্ষ টাকা জমা করা যাবে। এই স্কিমের অধীনে একটি জয়েন্ট অ্যাকাউন্টে সর্বাধিক তিনজনকে যুক্ত করা যাবে। যদি স্ত্রীয়ের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টের মাধ্যমে এই স্কিমে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে প্রতি মাসে সুদের পরিমাণ থেকে ভালো আয় করতে পারবেন।

১০ লক্ষ টাকা জমা করলে, প্রতি মাসে ৬১৬৭ টাকা নির্দিষ্ট সুদ পাবেন
স্ত্রী জয়েন্টে পোস্ট অফিস MIS স্কিমে ১০ লক্ষ টাকা জমা করেন, তাহলে প্রতি মাসে ৬,১৬৭ টাকা হারে নির্দিষ্ট সুদ পাবেন। পোস্ট অফিস MIS স্কিমের মেয়াদ ৫ বছরে শেষ হয়। মেয়াদপূর্তির পর, সমস্ত বিনিয়োগ ফান্ড অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়। পোস্ট অফিসে একটি এই অ্যাকাউন্ট খুলতে হলে, পোস্ট অফিসে একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। 

Read more!
Advertisement
Advertisement