বিনিয়োগের সঙ্গে সঙ্গে নিরাপত্তাও খোঁজেন গড়পড়তা ভারতীয়রা। শেয়ারবাজারের মতো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়েই চলেন কিয়দংশ মানুষ। তাঁদের কাছে ব্য়াঙ্ক ও পোস্ট অফিসের নানা প্রকল্পে বিনিয়োগই এখনও উত্তম বিকল্প। বিনিয়োগ ও নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছে পোস্ট অফিস (Post Office Savings Scheme)। বিনিয়োগকারীদের বহু স্কিমে কম টাকা লগ্নি করে ভাল রিটার্নের সুযোগও রয়েছে। এছাড়া এখানে বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ। সেজন্য পোস্ট অফিসের বেশ কয়েকটি সঞ্চয় প্রকল্প জনপ্রিয়।
পাবলিক প্রভিডেন্ট ফান্ড
পাবলিক প্রভিডেন্ট ফান্ড বিনিয়োগের জন্য একটি দুর্দান্ত স্কিম। এই স্কিমে বছরে ন্যূনতম ৫০০ থেকে ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন। এতে বিনিয়োগের উপর ৭.১ শতাংশ সুদের হার মেলে। এই স্কিমে প্রতি ৩ মাসে চক্রবৃদ্ধির ভিত্তিতে সুদ দেওয়া হয়। পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমের লক ইন পিরিয়ড ১৫ বছর। আরও পাঁচ বছরের জন্য বাড়াতে পারেন। এই স্কিমে বিনিয়োগ করতে হলে ব্যাঙ্ক বা পোস্ট অফিসে একটি অ্যাকাউন্ট থাকা আবশ্যক। এই স্কিমে টাকা ১২০ মাসে দ্বিগুণ হয়ে যাবে। আয়করের ধারা ৮০সি-র আওতায় ছাড় পাওয়া যায়।
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS)
৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের জন্য এই স্কিম। তবে কিছু শর্ত-সহ অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য এই স্কিমে বিনিয়োগের বয়স ৫৫ বছর রাখা হয়েছে। সেই সঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রের অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য শর্ত সাপেক্ষে বয়স কমিয়ে করা হয়েছে ৫০ বছর। এই স্কিমে বিনিয়োগের সর্বোচ্চ সীমা ১৫ লক্ষ টাকা। এতে ৭.৪ শতাংশ হারে সুদ পাওয়া যায়। তিন মাসের ভিত্তিতে সুদ দেওয়া হয়। এই স্কিমে বিনিয়োগ করলে আয়কর আইনের ধারা ৮০সি-র আওতায় ছাড় পাওয়া যায়।
সুকন্যা সমৃদ্ধি যোজনা
সুকন্যা সমৃদ্ধি যোজনা কন্যা সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে তৈরি৷ এই প্রকল্পে সরকার বছরে ৭.৬ শতাংশ হারে সুদ দিচ্ছে। সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) করাতে পারেন ১০ বছর বা তার কম বয়সী কন্যাশিশুর অভিভাবকরা। এই স্কিমে সর্বনিম্ন পরিমাণ জমা করতে পারেন ২৫০ টাকা। সর্বাধিক ১.৫ লক্ষ টাকা। সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলার সময় থেকে ২১ বছর বা মেয়ের বয়স ১৮ বছর হওয়ার পরে বিয়ের সময় ম্যাচিওহর হয়। সুকন্যা সমৃদ্ধি যোজনা যে কোনও পোস্ট অফিস বা ব্যাঙ্ক থেকে করানো যায়।